কোন কোন ফোনে 5G সাপোর্ট করবে, Samsung, Redmi, Realme, Vivo, Oppo, Apple, Nokia এর লিস্ট দেখুন

Avatar

Updated on:

5G Smartphones in India

দেশের একেরপর এক শহরে চালু হচ্ছে 5G Service (৫জি পরিষেবা)। ২০২২ সালের অক্টোবরে দেশে ৫জি নেটওয়ার্ক উন্মোচন হওয়ার পর, বহু টিয়ার-১ শহরে Airtel 5G এবং Jio 5G পরিষেবা উপলব্ধ হয়েছে। আপনি 5G স্মার্টফোনের মাধ্যমে এই শহরগুলিতে 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। প্রায় সব কোম্পানিই তাদের স্মার্টফোনে ক্রমাগত ৫জি-রেডি সফ্টওয়্যার আপডেট রিলিজ করছে। এই প্রতিবেদনে আমরা কোন কোম্পানির কোন হ্যান্ডসেটগুলি 5G রেডি, তাদের নাম জানাবো।

Apple

Apple কিছুদিন আগেই 5G-রেডি সফ্টওয়্যার রোলআউট করেছে। যারপর সংস্থার iPhone 12 সিরিজ, iPhone 13 সিরিজ এবং iPhone 14 সিরিজ ছাড়াও iPhone SE Gen 3 (2022) ফোনে 5G পরিষেবা উপভোগ করা যাবে।

Samsung

স্যামসাংয়ের 5G রেডি ফোনগুলি হল Samsung Galaxy S21 সিরিজ, Galaxy S22 সিরিজ, Galaxy Z Fold 2, Galaxy Z Fold 3, Galaxy Z Fold 4, Galaxy Z Flip 3, Galaxy Z flip 4 এবং Galaxy Note 20 Ultra।

এছাড়া Galaxy S20 FE, Galaxy M52, Galaxy M42, Galaxy F42, Galaxy M32, Galaxy M13, Galaxy M3513, Galaxy M33, Galaxy A73, Galaxy A22, Galaxy A52s এবং Galaxy A33 ফোনে 5G কানেক্টিভিটি পাওয়া যাবে।

Google Pixel

Google Pixel 6 সিরিজ এবং Pixel 7 সিরিজের ফোনগুলি এখনও দেশে 5G সমর্থনের জন্য সফ্টওয়্যার আপডেট পায়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ফোনগুলিতে আপডেট আসবে।

Nothing

কোম্পানির প্রথম ফোন Nothing Phone 1 এর মাধ্যমে Airtel ও Jio -র 5G পরিষেবা পাওয়া যাবে।

OnePlus

OnePlus-এর প্রায় সমস্ত ফোন 5G সাপোর্ট সফ্টওয়্যার আপডেট পেয়েছে। যারমধ্যে আছে OnePlus 10 সিরিজ, OnePlus 9 সিরিজ এবং OnePlus 8 সিরিজ।

এছাড়া, OnePlus Nord, OnePlus Nord 2, OnePlus Nord 2T, OnePlus Nord CE, OnePlus Nord CE 2, OnePlus Nord CE Lite 2 স্মার্টফোনগুলিতে 5G সাপোর্ট করবে।

Xiaomi, Redmi, Poco

Xiaomi Mi 10 সিরিজের Mi 10, Mi 10i, Mi 10T Pro ও Xiaomi 11 সিরিজের Mi 11 Ultra, Mi 11X, Mi 11X Pro, Xiaomi 11X, Xiaomi 11, Xiaomi, Xiaomi 11T Pro, Xiaomi 11i Hypercharge, Xiaomi 11i এবং Xiaomi 12 Pro ফোনে 5G সাপোর্ট করবে

Redmi স্মার্টফোনের কথা বলতে গেলে, Redmi Note 11T 5G, Redmi Note 10T, Redmi Note 11 Pro+, Redmi 11 Prime, এবং Redmi K50i, Redmi Note 11T ফোনগুলি 5G সফ্টওয়্যার আপডেট পেয়েছে।

আবার 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে Poco M4, Poco M4 Pro, Poco M3 Pro, Poco F3 GT, Poco F4 এবং Poco X4 Pro 5G স্মার্টফোনে।

Realme

রিয়েলমির বেশ কয়েকটি ফোন এখন 5G সাপোর্ট সহ আসছে। এছাড়া পুরানো কিছু মডেলেও আপডেট দেওয়া হচ্ছে।

Realme 10 series

কোম্পানির Realme 10 Pro, Realme 10 Pro+ ফোনে 5G পরিষেবা পাওয়া যাবে।

Realme 8, 9 series

Realme 9i, Realme 8s, Realme 8 5G, Realme 9, Realme 9 Pro, Realme 9 Pro Plus, Realme 9 SE ফোনে সাপোর্ট করবে 5G পরিষেবা।

Realme X series

Realme X7, Realme X7 Pro, Realme X7 Max, Realme X50 Pro

Realme Narzo series

Realme Narzo 50, Realme Narzo 50 Pro, Realme Narzo 30 5G, Realme Narzo 30 Pro 5G

Realme GT series

Realme GT, Realme GT ME, Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 2, Realme GT Neo 3, Realme GT Neo 3 150W, Realme GT Neo 3T

Oppo

বর্তমানে যেসব Oppo ফোনে 5G সাপোর্ট করবে সেগুলির মধ্যে আছে – Oppo Reno 5G Pro, Reno 6, Reno 6 Pro, Reno 7, Reno 7 Pro, Reno 8, Reno 8 Pro।

এছাড়া Oppo F19 Pro+, Oppo F21 Pro, Oppo F21s, Oppo K10, Oppo A74 এবং Oppo A53s ফোনগুলি 5G রেডি ডিভাইস।

Vivo

Vivo X50 Pro, Vivo X60, Vivo X60 Pro, Vivo X60 Pro+, Vivo X70, Vivo X70 Pro, Vivo X70 Pro+, Vivo X80 এবং Vivo X80 Pro স্মার্টফোনগুলিও 5G রেডি৷

অন্যদিকে Vivo V20 Pro, Vivo V21, Vivo V21e, Vivo V23, Vivo V23 Pro, Vivo V23e, Vivo V25 এবং Vivo V25 Pro স্মার্টফোনেও 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। এছাড়াও Vivo T1, Vivo T1 Pro এবং Vivo Y72 হল 5G স্মার্টফোন।

iQOO

আইকোর যেসব ফোনে 5G সাপোর্ট করবে, সেগুলি হল iQOO 7 সিরিজ, iQOO 9 সিরিজ, iQOO Z6, iOOO Z6 Pro, iQOO Z6 Lite, iQOO Z3, iQOO Z5, iQOO Neo 6, এবং iQOO 3।

Motorola

মোটোরোলার 5G ফোনগুলি হল – Motorola Edge 30 সিরিজ, Motorola Edge 20 সিরিজ এবং Moto Razr 5G। এছাড়াও Moto G62, Moto G82, Moto G51, Moto G71 স্মার্টফোনগুলিও 5G নেটওয়ার্ক সমর্থন করে।

Nokia, Lava, Infinix ও Tecno

উপরে উল্লেখিত কোম্পানিগুলি ছাড়াও, ভারতে আরও বেশ কয়েকটি ব্র্যান্ড 5G ফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Infinix Zero Ultra, Lava Blaze, Lava Agni, Nokia XR20, Nokia G60, Tecno Camon 19 Pro, Tecno Pova, Tecno Pova Neo, Infinix Zero, Infinix Note 12 সিরিজ এবং Infinix Hot 20।

সঙ্গে থাকুন ➥