Emergency Alert: সস্তার চক্করে এখন Phone কিনবেন না, নইলে ৬ মাস পরে পস্তাবেন

Avatar

Published on:

Smartphone Emergency Alert Features

মোবাইল ফোন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভূমিকম্প, সাইক্লোন এবং বন্যার মতো দুর্যোগ সম্পর্কে এবার আগেভাগেই জানা যাবে। ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনে এমার্জেন্সি অ্যালার্ট ফিচার (Emergency Alert Features) দেওয়ার জন্য সরকার সমস্ত ফোন নির্মাতাদের উদ্দেশ্যে একটি আদেশ জারি করেছে। এরফলে ভূমিকম্পের মতো দুর্যোগ ঘটলে ব্যবহারকারীরা সতর্ক হতে পারবে। জানা গেছে, এই ফিচার থাকলে ভূমিকম্প হলে আপনার ফোন বাজতে শুরু করবে।

Mobile কোম্পানিদের জন্য নতুন নিয়ম জারি করল সরকার

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে এমার্জেন্সি অ্যালার্ট ফিচার দিয়ে থাকে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি। এমনকি ভারতে পাওয়া কিছু মোবাইল ফোনেও ইমার্জেন্সি অ্যালার্ট ফিচার উপলব্ধ। কিন্তু আপনি যখন এই ফিচারটি চালু করতে যাবেন, তখন দেখাবে যে ফিচারটি বর্তমানে ভারতীয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়। কিন্তু এখন সরকার এই ফিচারটি বাধ্যতামূলক করেছে।

এমন পরিস্থিতিতে সব স্মার্টফোনে ইমার্জেন্সি অ্যালার্ট ফিচার দিতে হবে। এছাড়াও পুরনো স্মার্টফোনের জন্য সফটওয়্যার আপডেট দিতে হবে। তা না হলে মোবাইল সংস্থাগুলি ভারতে তাদের স্মার্টফোন বিক্রি করতে পারবে না। মোবাইল কোম্পানিগুলিকে ৬ মাস সময় দিয়েছে সরকার।

তাই আমাদের মনে হয় শীঘ্রই একাধিক ফোনে এই ফিচার পাওয়া যাবে। সেই কারণে কয়েকমাস পর ফোন কিনুন। এই মুহূর্তে ছাড় বা অফারের চক্করে গুরুত্বপূর্ণ এই ফিচার না পেলে আপনারই ক্ষতি।

সঙ্গে থাকুন ➥