TechGupMobilesলোভনীয় অফার, ৭৫০০ টাকা দাম কমলো Samsung এর এই 5G ফোনের

লোভনীয় অফার, ৭৫০০ টাকা দাম কমলো Samsung এর এই 5G ফোনের

আপনি যদি স্যামসাংয়ের কোনো সস্তা ৫জি স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে এটাই কেনার সঠিক সময়। কারণ অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এখনও ফোনের উপর লোভনীয় অফার দিচ্ছে। যেকারণে Samsung Galaxy F34 5G এখন অনেক অম দামে কেনা যাবে। এর উপরে ৭৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার আপনি ব্যাংক ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন
 
Samsung Galaxy F34 5G ফোনের সাথে বিশাল ছাড়
 

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণটি ফ্লিপকার্টে ৩০% ছাড়ের পরে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার আপনি যদি এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারেন, তাহলে আরও কমে ডিভাইসটি বাড়ি নিয়ে যেতে পারবেন।

কারণ স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি-র উপর ১৬,৪৯৯ টাকা এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু সবসময় ফোনের মডেল ও অবস্থার উপর নির্ভর করে। আবার ফোনটি ইএমআই অফারেও কেনা যাবে।

Samsung Galaxy F34 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy F34 5G ফোনে আছে ৬.৪৬ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১২৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।  

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Top Stories