200 মেগাপিক্সেল ক্যামেরা, Infinix Zero Ultra রেডমি, স্যামসাংদের টেক্কা দিতে 11GB র‌্যাম দেবে

Avatar

Published on:

Infinix Zero Ultra Live Images Leak

আগামী ৫ অক্টোবর গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Infinix Zero Ultra। ইতিমধ্যেই ফোনটির বিভিন্ন ফিচার সামনে এসেছে। এটি সংস্থার প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন হবে। এখন আবার এই ফোনের বেশ কয়েকটি লাইভ ইমেজ ফাঁস হল। এই ছবিগুলি Infinix Zero Ultra ফোনের ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ডিজাইন সামনে এনেছে। এছাড়া ছবির ভিত্তিতে বলা যায়, এটি পাঞ্চ হোল ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে।

Infinix Zero Ultra ফোনের লাইভ ইমেজ ফাঁস

টিপস্টার পারাস গুগলানি ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনের ছবিগুলি শেয়ার করেছেন। এই ছবিগুলি দেখে বলা যায় যে, ফোনটির ডিজাইন মোটোরোলা এজ ৩০ আল্ট্রা এর মতো হবে। কার্ভড ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর কাট আউট উপস্থিত, যার মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনের পিছনে ক্যামেরা মডিউলে দুটি বড় কাট আউট এবং একটি ছোট কাট আউট দেখা গেছে। ফলে বলা যায়, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Infinix Zero Ultra
newzonly.com

আগেই জানা গেছে যে, এর প্রাইমারি ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেল। আর অন্য দুটি ক্যামেরা হতে পারে ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালারে আসতে পারে – ব্ল্যাক ও হোয়াইট।

Infinix Zero Ultra ফোনের স্পেসিফিকেশন

ছবিগুলিতে দেখা গেছে, ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চলবে। এছাড়া ফোনটি ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম অফার করবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Infinix Zero Ultra ফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ আসতে পারে।

সঙ্গে থাকুন ➥