Lava Blaze Curve 5G ভারতের প্রথম 3D কার্ভড ডিজাইনের ফোন হিসেবে লঞ্চ হল, দাম বাজেটের মধ্যে

Avatar

Published on:

Lava Blaze Curve 5G Launched India

সম্প্রতি সময়ে লঞ্চ হওয়া Lava Agni 2 5G এদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই লেটেস্ট হ্যান্ডসেটের সাফল্যকে মাথায় রেখে সংস্থাটি পুনরায় আরেকটি 5G স্মার্টফোন আজ (৫ই মার্চ) ভারতে লঞ্চ করলো, যা Lava Blaze Curve 5G নামের সাথে এসেছে। এর দাম শুরু হচ্ছে মাত্র ১৭,৯৯৯ টাকা থেকে। এটি ফার্স্ট-ইন-সেগমেন্ট 3D কার্ভড ডিজাইনের সাথে এসেছে। এছাড়া ফিচার হিসাবে Lava Blaze Curve 5G ফোনে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেকের চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি এবং বিজ্ঞাপন-মুক্ত তথা ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস অফার করে। চলুন নয়া Lava Blaze Curve 5G স্মার্টফোনে দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Lava Blaze Curve 5G স্মার্টফোনে দাম ও লভ্যতা

এদেশের বাজারে লাভা ব্লেজ কার্ভ ৫জি স্মার্টফোন মোট দুটি মেমরি কনফিগারেশনের সাথে এসেছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনটি কেনা যাবে ১৮,৯৯৯ টাকার বিনিময়ে। এটি আগামী ১১ই মার্চ দুপুর ১২টা থেকে অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন সহ লাভা ই-স্টোর, এবং পার্টনার রিটেল স্টোরগুলির মাধ্যমে পাওয়া যাবে। লাভা ব্লেজ কার্ভ ৫জি হ্যান্ডসেট – ভিরিডিয়ান এবং আয়রন গ্লাস কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে।

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন

লাভা ব্লেজ কার্ভ ৫জি স্মার্টফোন ৩ডি কার্ভড ডিজাইন এবং ম্যাট ফিনিশিং ডবল-রিইনফোর্সড রিয়ার গ্লাস সহ এসেছে। যা প্রিমিয়াম লুক প্রদানের পাশাপাশি আরামদায়ক গ্রিপও প্রদান করে। এতে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার ভালো পারফরম্যান্স প্রদানের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সংযুক্ত। এই ফোন ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট। এছাড়া লাভার দাবি অনুসারে, নবাগত এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত যা বিজ্ঞাপন-মুক্ত এবং ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস নিশ্চিত করে। এর সাথে তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দুটি বড় সফ্টওয়্যার আপডেট (অ্যান্ড্রয়েড ১৪ ও অ্যান্ড্রয়েড ১৫) দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

ক্যামেরা বিভাগের কথা বললে, Lava Blaze Curve 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার রয়েছে। এই ক্যামেরা সেটআপ ‘ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (EIS) এবং সর্বাধিক ৩০ ফ্রেম-পার-সেকেন্ড রেটে ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এছাড়া – স্লো মোশন, টাইমল্যাপস, বিউটি মোড, এইচডিআরএম নাইট লাইট, পোর্ট্রেট সহ একাধিক ক্যামেরা মোডের অ্যাক্সেসও মিলবে। পরিশেষে লাভা ব্র্যান্ডের এই ৫জি হ্যান্ডসেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

সঙ্গে থাকুন ➥