শক্তিশালী 6000mah ব্যাটারি সহ ফাটাফাটি ফিচার্স, Moto G64 6G ভারতে লঞ্চ হচ্ছে 16 এপ্রিল

Avatar

Published on:

Moto G64 5G India launch date

মোটোরোলা সম্প্রতি ভারতের বাজারে Motorola Edge 50 Pro নামে একটি দুর্ধর্ষ মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। শুনলে অবাক হবেন, ব্র্যান্ডটি এর মধ্যেই G সিরিজের অধীনে আরও একটি মিড-রেঞ্জ ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার নাম Moto G64 5G ও এটি আগামী সপ্তাহে ভারতীয় বাজারে পা রাখবে বলে নিশ্চিত করা হয়েছে৷ অফিসিয়াল লঞ্চের আগেই এখন টিজারের মাধ্যমে ফোনটির ডিজাইন সহ ফিচার্স প্রকাশ করা হয়েছে।

Moto G64 5G-এর অফিসিয়াল টিজার প্রকাশ

মোটোরোলা নিশ্চিত করেছে যে, মোটো জি64 5জি ফোনটিকে ভারতে আগামী 16 এপ্রিল লঞ্চ করা হবে, অর্থাৎ ইউরোপে মোটোরোলা এজ 50 প্রো লঞ্চের দিনেই। এই টিজারেই যোগ করা হয়েছে যে, জি64 5জি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসরের সাথে আসা বিশ্বের প্রথম স্মার্টফোন হবে। তবে শুধু প্রসেসরই নয়, মটোরোলা আরও জানিয়েছে যে, এতে বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি থাকবে, যা তার সেগমেন্টে সেরা। সুতরাং, আশা করা যায় যে এটি একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট হবে।

ইতিমধ্যেই জানা গেছে যে, মোটো জি64 5জি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফোনের সামনে 6.5 ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখা যাবে, যা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 চিপটি মূলত ডাইমেনসিটি 7020 প্রসেসরের একটি ওভারক্লকড সংস্করণ, যা মোটো জি54-তে রয়েছে।

এই নতুন প্রসেসরটি সর্বাধিক 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এমনকি এটি 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সম্প্রসারণও সাপোর্ট করবে। Moto G64 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে বলে আশা করা যায়। এছাড়াও জানা গেছে, এই ফোনে কর্নিংয়ের গরিলা গ্লাসের সুরক্ষা এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকবে। স্মার্টফোনটি 8.89 মিমি পাতলা হবে এবং ওজন হবে মাত্র 192 গ্রাম। অডিওর জন্য, Moto G64 5G-তে ডুয়েল স্টেরিও স্পিকার সহ ডলবি অ্যাটমস সাপোর্ট মিলবে।

সঙ্গে থাকুন ➥