চলতি মাসেই সস্তা হয়েছে OnePlus, Samsung-এর এই স্মার্টফোনগুলি, দাম দেখলে মন নেচে উঠবে

Avatar

Published on:

OnePlus Samsung Smartphones Offer

Smartphones got cheaper in April 2024: আপনি কি হালফিলে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে এটিই কিন্তু আপনার ইচ্ছেপূরণের জন্য সঠিক সময়। কারণ, চলতি মাসে অর্থাৎ এপ্রিলে বহু নামী-দামী স্মার্টফোন সস্তা হয়েছে। এই তালিকায় রয়েছে OnePlus, Xiaomi-র মতো প্রধান ব্র্যান্ডের মডেল। সেক্ষেত্রে আপনি মিড-রেঞ্জে ফোন কিনুন বা ফ্ল্যাগশিপ, আপনার জন্য এই প্রতিবেদনে রইল সেরা তিনটি স্মার্টফোনের হদিশ, যাদের দাম সস্তা হয়েছে।

চলতি এপ্রিলে সস্তা হয়েছে এই 3টি স্মার্টফোন

১. OnePlus 11: এই ফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 56,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, তবে এখন কোম্পানির ওয়েবসাইটে এটি 5,000 টাকা সস্তায় মানে 51,999 টাকায় বিক্রি হচ্ছে।

এতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।

২. Samsung Galaxy A34: কোম্পানি তার এই ফোনটির দাম 6,500 টাকা কমিয়েছে। ফলত, এর 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন 24,499 টাকায় বিক্রি হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এ34 5জি-তে 120 হার্টজ 6.6 ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি এবং 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৩. OnePlus Nord CE 3 5G: চলতি মাসে এর দাম 2 হাজার টাকা কমেছে। এই মিড-রেঞ্জ স্মার্টফোনটির 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও এখন 24,999 টাকায় কেনা যাবে।

ফিচার বলতে এতে 120 হার্টজ 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 782জি প্রসেসর, 80 ওয়াট ফাস্ট চার্জিং, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান।

সঙ্গে থাকুন ➥