বেশিদিন ধরে ব্যবহার করা যাবে Oppo ফোন, আসবে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট

Avatar

Published on:

Oppo Phone get 4 Android 5 years security update 2023

OnePlus গত মাসে জানিয়েছিল যে, ২০২৩ সাল থেকে লঞ্চ হতে চলা বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন ৪টি বড় অ্যান্ড্রয়েড ও ৫ বছরের সিকিউরিটি আপডেট পাবে। এখন OnePlus এর প্যারেন্ট কোম্পানি Oppo-ও একই ধরনের ঘোষণা করল। এমন কিছু যদিও আমরা আশাই করছিলাম। কারণ OnePlus এখন তাদের হ্যান্ডসেটে Oppo-র ColorOS সফটওয়্যার ব্যবহার করে।

একটি প্রেস রিলিজে Oppo আজ জানিয়েছে, ২০২৩ সাল থেকে তাদের ফ্লেক্সি ফোনগুলি ৪টি অ্যান্ড্রয়েড আপডেট পাবে। পাশাপাশি ডিভাইসগুলির জন্য ৫ বছর ধরে সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

জানিয়ে রাখি, এতদিন ওপ্পো-র প্রিমিয়াম হ্যান্ডসেটগুলি ৩টি অ্যান্ড্রয়েড এবং ৪ বছর ধরে সিকিউরিটি আপডেট পেত। তবে নতুন আপডেট পলিসি ওয়ানপ্লাস এর মতো করা হয়েছে। যেখানে ব্যবহারকারীরা আরও বেশিদিন ধরে তাদের ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা লাভ করবে।

উল্লেখ্য, Oppo ও OnePlus ছাড়াও Samsung তাদের প্রিমিয়াম ফোনের জন্য একই সফটওয়্যার আপডেট পলিসি নিয়ে এসেছে। এরফলে এই তিনটি ব্র্যান্ড দীর্ঘদিন সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে Google সহ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের পিছনে ফেলেছে।

সঙ্গে থাকুন ➥