64 মেগাপিক্সেল ক্যামেরার Realme C55 ফোনের আজ প্রথম সেল, এখান থেকে কিনলে হবে অনেক লাভ

Avatar

Published on:

Realme C55 Sale Today

Realme C55 কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টায় ই-কমার্স সাইট Flipkart ও realme.com থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে Realme C55 ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি রয়েছে। আসুন রিয়েলমি সি৫৫ এর দাম, অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme C55 এর ভারতে দাম ও সেল অফার

রিয়েলমি সি৫৫ তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এদের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা, ১১,৯৯৯ টাকা ও ১৩,৯৯৯ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে – রেইনি নাইট ও সানসাওয়ার

লঞ্চ অফার হিসেবে, HDFC ব্যাঙ্কের কার্ডধারীরা এই ফোনের উভয় ভ্যারিয়েন্টের ওপর ১,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়া রয়েছে নো কস্ট ইএমআই অপশন ও এক্সচেঞ্জ অফারের সুবিধা।

Realme C55 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৫৫ ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরা পোট্রেট মোড এ নাইট ক্যামেরা সেটআপ সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Realme C55 ফোনে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ গ্রাফিক্স সহ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম সহ এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমির এই নয়া ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ২৭ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে। আবার ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

সঙ্গে থাকুন ➥