9 মিনিটেই ব্যাটারি ফুল? 240W ফাস্ট চার্জিং যুক্ত বিশ্বের প্রথম ফোন Realme GT Neo5 আসছে জানুয়ারিতে

Avatar

Published on:

Realme GT Neo 5 240w Fast charging

বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফোনের ফাস্ট চার্জিং সাপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই দিকটি বিবেচনা করেই বিভিন্ন স্মার্টফোন নির্মাতারাও নিত্যনতুন চার্জিং প্রযুক্তি বাজারে আনার ক্ষেত্রে বিশেষ মনোযোগী। আর এখন টেক ব্র্যান্ড রিয়েলমি ঘোষণা করেছে যে, তারা তাদের লেটেস্ট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি উন্মোচন করতে আগামী ৫ জানুয়ারি একটি সভার আয়োজন করেছে। যা ওই দিন দুপুর আড়াইটে থেকে শুরু হবে। সূত্রের খবর, সেখানে বিশ্বের দ্রুততম চার্জ হওয়া ফোন বলে জল্পনায় থাকা Realme GT Neo5 ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে।

240W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Realme GT Neo5 ফোনটি আসছে আগামী মাসের শুরুতেই

৫ জানুয়ারি আয়োজিত রিয়েলমির টেকনোলজি কমিউনিকেশন মিটিংয়ের প্রধান আকর্ষণ হল রিয়েলমি জিটি নিও৫ এর আত্মপ্রকাশ। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হবে যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এটি ব্যাটারিকে ৯ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ করে দেবে বলে খবর। রিয়েলমি জিটি নিও৫ দুটি সংস্করণে আসবে বলে আশা করা হচ্ছে, স্ট্যান্ডার্ড সংস্করণে ১৫০ ওয়াট ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জিং ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং হাই-এন্ড ভ্যারিয়েন্টটি আসবে ২৪০ ওয়াট ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, রিয়েলমি জিটি নিও৫-তে ২,৭৭২x১,২৪০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ১.৫কে (1.5K) ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করবে। এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আরজিবি লাইট এফেক্ট সহ একটি প্লাস্টিকের বডি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি নিও৫-এ ০.৬-২০x জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা দেখা যাবে।

প্রসঙ্গত চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে, Realme GT Neo5 একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে, এর ২৪০ ওয়াট চার্জিং স্পিড, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে একটি ব্যাপক অগ্রগতি প্রদান করবে। আশা করা হচ্ছে, এই নতুন প্রযুক্তিটি ফাস্ট চার্জিংয়ের সীমানাকে আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতের স্মার্টফোনগুলির জন্য একটি নতুন মান নির্ধারণ করতে সক্ষম হবে। যদিও, Realme GT Neo5 কবে লঞ্চ হবে তা বর্তমানে স্পষ্ট নয়, তবে এটি অদূর ভবিষ্যতেই বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥