150x জুম, ক্যামেরার পাশে ডিসপ্লে, Samsung এর নতুন ফোনের ডিজাইন চোখ ছানাবড়া করে দিচ্ছে

Avatar

Published on:

Samsung galaxy s25 ultra concept render reveals 150x zoon secondary display

স্যামসাং নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ মেনে আকর্ষণীয় চেহারার স্মার্টফোন বাজারে লঞ্চ করে থাকে। চলতি বছরে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ফ্ল্যাগশিপ, মিড-রেঞ্জ এবং বাজেট সহ সমস্ত ডিভাইসে সিগনেচার গ্যালাক্সি ডিজাইন অফার করার সিদ্ধান্ত নিয়েছে। স্যামসাং গত ফেব্রুয়ারিতে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজে হ্যান্ডসেটগুলি লঞ্চ করেছে। পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলি বাজারে আসতে এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই, ২০২৫ সালে লঞ্চ হতে চলা Samsung Galaxy S25 Ultra-এর একটি কনসেপ্ট রেন্ডার সামনে এসেছে, যা ফোনটিকে ১৫০x জুম ক্যামেরা এবং একটি সেকেন্ডারি স্ক্রিন সহ প্রদর্শন করেছে। ভবিষ্যতের গ্যালাক্সি ফোনটি কেমন দেখতে হতে পারে আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Ultra-এর কনসেপ্ট রেন্ডার ফাঁস হল

টেকনিজো কনসেপ্ট নামক একটি ইউটিউব চ্যানেলে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা-এর একটি কনসেপ্ট ভিডিও শেয়ার করা হয়েছে, যেটিতে শাওমি ১১ আল্ট্রা-এর মতো একটি ১৫০x জুম ক্যামেরা এবং একটি সেকেন্ডারি স্ক্রিন সহ ফোনটিকে দেখা গেছে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলিতে একটি ছোট রিয়ার ডিসপ্লে থাকার বিষয়টি বিশ্বাস করা কঠিন, তবে কনসেপ্টে এর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ফোনটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে।

এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা-এর সামগ্রিক ফর্ম ফ্যাক্টর বর্তমান প্রজন্মের গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর মতোই থাকবে। এতে একটি স্থূল মিডল ফ্রেম এবং স্ক্রিনে সামান্য কার্ভড এজ দেখা যাবে। তবে এর ক্যামেরা লেআউটে আমূল আপগ্রেড দেখা যাবে, যার মধ্যে অধিক জুম রেঞ্জের সাথে নতুন সেন্সর উপস্থিত থাকতে পারে।

উল্লেখযোগ্যভাবে, কনসেপ্ট ভিডিওতে ক্যামেরা সেটআপের পাশে, একটি ছোট স্ক্রিন দেখা গেছে, যা রিয়ার প্যানেলকে আরও উপযোগী করে তোলার ধারণাটিকে সমর্থন করে। তবে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটি টেকসই এবং দীর্ঘস্থায়ী বাহ্যিক চেহারা বজায় রাখার পরিকল্পনা করলে সেকেন্ডারি ডিসপ্লেটি বাদ পড়তে পারে। স্যামসাং বর্তমানে তাদের Galaxy Z Fold 5 এবং Flip 5 ফোল্ডেবল ফোনগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে এগুলি লঞ্চ হতে পারে। এই ফোল্ডেবলগুলির পরে, কোম্পানি আগামী বছরের শুরুতে Galaxy S24 সিরিজ উন্মোচন করবে এবং তারপর এস২৫ আল্ট্রা লঞ্চ হতে পুরো এক বছর সময় লাগবে।

সঙ্গে থাকুন ➥