TechGupMobilesVivo V29 Lite 5G হবে ভি সিরিজের সবচেয়ে সস্তা ফোন, 8 জিবি র‌্যামের সাথে শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে

Vivo V29 Lite 5G হবে ভি সিরিজের সবচেয়ে সস্তা ফোন, 8 জিবি র‌্যামের সাথে শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে

Vivo সম্প্রতি ভারতের বাজারে Vivo V27 সিরিজের অধীনে V27 5G এবং V27 Pro স্মার্টফোন দুটিকে লঞ্চ করেছে। এছাড়া সংস্থাটি Vivo V29 Lite 5G নামের আরেকটি নয়া হ্যান্ডসেটের উপর কাজ করছে। জানা গেছে, উক্ত মডেলটি গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই Vivo V29-লাইনআপের অধীনে সবথেকে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন হিসাবে আসবে। যদিও Vivo স্বয়ং তাদের এই আসন্ন হ্যান্ডসেটের বিশেষত্ব বা লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে সম্প্রতি, Vivo V29 Lite 5G স্মার্টফোনকে ‘দ্য গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম’ (GCF) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হতে দেখা গেছে, যারপর ফোনটি যে দ্রুত বাজারে আসবে তা নিশ্চিত।

GCF সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেল Vivo V29 Lite 5G স্মার্টফোনকে

ভিভো ভি২৯ লাইট ৫জি স্মার্টফোনটি মিড-রেঞ্জের অধীনে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। এটিকে হালফিলে GCF সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। আলোচ্য সাইটটির লিস্টিং নিশ্চিত করেছে যে, এই মডেলটির অফিসিয়াল নাম “V29 Lite 5G” হবে। একই সাথে, ভিভোর এই আসন্ন হ্যান্ডসেটের মডেল নম্বর V2244 রাখা হবে বলেও জানা গেছে৷

GCF সার্টিফিকেশন সাইট ছাড়াও, ডিভাইসটিকে কয়েকদিন আগে গুগল প্লে কনসোল (Google Play Console) -এর ডেটাবেসেও উপস্থিত হতে দেখা যায়। যেখান থেকে ভিভো ভি২৯ লাইট ৫জি স্মার্টফোনের কী স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে আলোচ্য মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ সহ আসবে। এটি কমপক্ষে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। লিস্টিং অনুসারে, অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন প্রি-লোডেড থাকবে। এক্ষেত্রে, ভিভো ভি২৯ লাইট ৫জি স্মার্টফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে চলবে।

এছাড়া, Vivo V29 Lite 5G স্মার্টফোনের ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে এবং এর ডিজাইন হবে ওয়াটার-ড্রপ নচ স্টাইলের। গুগল প্লে কনসোলের লিস্টিংয়ে, এই আসন্ন ডিভাইসটির ডিসপ্লে সাইজ বা রিফ্রেশ রেট সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি।

প্রসঙ্গত, আপকামিং Vivo V29 Lite 5G স্মার্টফোনটি বিদ্যমান Vivo Y78 5G মডেলের রিব্যাজড সংস্করণ হিসেবে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এই ফোনে সম্ভবত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপও দেওয়া হতে পারে। যদিও সেন্সরগুলির রেজোলিউশন কত হবে তা এখনো জানা সম্ভব হয়নি।

কিছু টেক বিশ্লেষকেদের মতে, ভারতের বাজারে Vivo V29 Lite 5G স্মার্টফোনের বিক্রয় মূল্য প্রায় ২৫,০০০ টাকা বা তারও কম রাখা হতে পারে। কেননা Vivo V27 5G মডেলটি ৩০,০০০ টাকার কমে লঞ্চ হয়েছে। আর যেহেতু আসন্ন এই ফোন, ভি-সিরিজের অন্যতম সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হতে চলেছে সেহেতু এর দাম কম থাকাই স্বাভাবিক।

RELATED ARTICLES

Top Stories