Vivo Y200i 5G জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চ হচ্ছে কাল, সস্তায় মিলবে 6,000mah ব্যাটারি, 50MP ক্যামেরা

Avatar

Published on:

Vivo Y200i 5G Launch Date

বিগত কয়েকমাস ধরেই ভিভো (Vivo) তাদের Y200 সিরিজের পরবর্তী স্মার্টফোনটির ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছিল। আর এখন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে আসন্ন Vivo Y200i 5G ফোনের লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। ডিভাইসটি আগামীকালই (20 এপ্রিল) চীনা বাজারে পা রাখতে চলেছে। আর এখন Vivo Y200i ফোনটি চায়না টেলিকম (China Telecom)-এর সাইটে উপস্থিত হয়েছে, যা ডিভাইসটির স্পেসিফিকেশনগুলি লঞ্চের আগেই ফাঁস করেছে। এছাড়াও, ভিভো আজ একটি টিজারে স্মার্টফোনটির ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছে।

Vivo Y200i 5G-এর স্পেসিফিকেশন, ডিজাইন এবং কালার অপশন

অফিসিয়াল পোস্টার অনুসারে, ভিভো ওয়াই200আই 5জি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – গ্লেসিয়ার হোয়াইট, স্টারি নাইট ব্ল্যাক এবং হাওহাই ব্লু। ডিজাইনের ক্ষেত্রে, ফোনটির রিয়ার প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা (50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা) অবস্থান করছে। ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম দেখা যাবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি হ্যান্ডসেটের সাইডে অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।

ভিভো ওয়াই200আই-এর সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল ডিজাইন সহ বড় 6.72 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। যদিও চায়না টেলিকম ফুলএইচডি+ রেজোলিউশন নিশ্চিত করেছে, তবে এর রিফ্রেশ রেট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পারফরম্যান্সের জন্য, Vivo Y200i 5G-এ Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরটি থাকবে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলবে। Y200i 5G তিনটি কনফিগারেশন বাজারে আসবে বলে জানা গেছে – 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200i 5G-এ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি মিলবে, যা 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি IP64 রেটিং প্রাপ্ত চ্যাসিস অফার করতে পারে।

Vivo Y200i 5G-এর মূল্য এবং লভ্যতা (প্রত্যাশিত)

চীনে Vivo Y200i 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পটির আনুমানিক দাম 1,299 ইউয়ান (প্রায় 15,000 টাকা) টাকা হবে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি প্রায় 1,599 ইউয়ান (আনুমানিক 18,450 টাকা)-এ পাওয়া যেতে পারে, যেখানে টপ-এন্ড 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ মডেলের মূল্য সম্ভবত 1,799 ইউয়ান (প্রায় 21,175 টাকা) হবে।

সঙ্গে থাকুন ➥