লঞ্চের আগেই ফাঁস Oppo A2 5G-এর দাম ও স্পেসিফিকেশন, এত সস্তা কেউ ভাবেনি

ওপ্পোর জনপ্রিয় A-সিরিজের আসন্ন স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হল Oppo A2 5G, যা শীঘ্রই চীনে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে৷ কোম্পানিটি সম্প্রতি এই লাইনআপের অধীনে Oppo A2m মডেলটি বাজারে এনেছে। লঞ্চের আগে এখন, Oppo A2 5G চীনা টেলিকম (China Telecom)-এর ডেটাবেসে উপস্থিত হয়ে ডিজাইন, মূল্য এবং স্পেসিফিকেশন সহ প্রচুর তথ্য সামনে এনেছে।

Oppo A2 5G-কে দেখা গেল China Telecom-এ

PJB110 মডেল নম্বর সহ ওপ্পো এ২ ৫জি ফোনটি চীনা টেলিকম প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। অনলাইন লিস্টিংটি মেজর স্পেসিফিকেশন প্রকাশের পাশাপাশি রেন্ডারের মাধ্যমে ডিজাইনও সামনে এনেছে। ছবিটি দেখিয়েছে যে, ওপ্পো এ২ ৫জি-এর সামনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট রয়েছে।ফোনটির পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি ডান পাশে অবস্থান করবে। চীনা টেলিকম জানিয়েছে যে, ওপ্পো এ২ ৫জি-তে ফুল-এইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে।

এছাড়া, এই ওপ্পো ফোনটি স্লিম বডির সাথে আসবে, যা মাত্র ৭.৯ মিলিমিটার পাতলা এবং ওজন ১৯৩ গ্রাম হবে। ওপ্পো এ২ ৫জি মিডিয়াটেক-এর ডাইমেনসিটি ৬০২০ ( ডাইমেনসিটি ৭০০ চিপের রিব্র্যান্ডেড সংস্করণ) প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬/৫১২ জিবি জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফোনটি রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেখা যাবে। আর, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ওপ্পো এ২ ৫জি-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

লঞ্চের আগেই ফাঁস Oppo A2 5G-এর দাম ও স্পেসিফিকেশন, এত সস্তা কেউ ভাবেনি

চীনের বাজারে Oppo A2 5G-এর বেস মডেলটির দাম হতে পারে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৯৫০ টাকা)। অবাক করার মতো বিষয় হল ফোনটির ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য হবে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,০১০ টাকা) দেখানো হয়েছে। যদিও লঞ্চের সময় দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা। এই মিড রেঞ্জের স্মার্টফোনটি আইস ক্রিস্টাল পার্পল, ক্লিয়ার ওয়েভ গ্রিন এবং কোয়েট সি ব্ল্যাক – এর মতো একাধিক আকষর্ণীয় কালার অপশনে বাজার আসবে বলে শোনা যাচ্ছে। Oppo A2 5G-এর লঞ্চের তারিখ ঘোষণা না হলেও, সেটি যে খুব কাছে তা হলফ করে বলা যায়।