সুন্দর ডিজাইন ও 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে নতুন স্মার্টফোন বাজারে আনল Oppo

ওপ্পো জুলাইয়ে তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে Oppo A58 4G ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে এবং তারপর এটি ভারত সহ একাধিক দেশের বাজারে পা রেখেছে। হ্যান্ডসেটটি এবার অস্ট্রেলিয়াতে লঞ্চ হয়েছে। ভারতীয় মডেলটির মতোই Oppo A58-এ ফুলএইচডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন এই নয়া ওপ্পো ফোনটির সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A58 4G-এর স্পেসিফিকেশন

ওপ্পো এ৫৮ ফোনটি মসৃণ, গোলাকার প্রান্ত এবং একটি গ্লসি ব্যাক ফিনিশ সহ একটি চিত্তাকর্ষক ডিজাইনের সাথে এসেছে। এটি দুটি কালার অপশনে মিলবে – গ্লোয়িং ব্ল্যাক এবং ড্যাজলিং গ্রিন। দুটি ভ্যারিয়েন্টই অভিনব টেক্সচার অফার করে। ওপ্পো এ৫৮-এর সামনে ২,৪০০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭২ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে রয়েছে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

নিরাপত্তার জন্য ডিভাইসটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে। ওপ্পো এ৫৮ হল একটি ৪জি স্মার্টফোন যা অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটিতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।

ক্যামেরার ক্ষেত্রে, ওপ্পো এ৫৮-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। প্রধান ক্যামেরাটি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ১,০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A58 বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা একবার চার্জে গোটা দিন ব্যাটারি লাইফ প্রদান করতে পারে। এটি ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করে, তাই প্রয়োজনে ইউজাররা দ্রুত ব্যাটারি চার্জ দিতে পারবেন।

অস্ট্রেলিয়ায় Oppo A58 4G-এর মূল্য এবং লভ্যতা

অস্ট্রেলিয়ার মার্কেটে Oppo A58- এর একমাত্র ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি বিভিন্ন রিটেলারদের কাছে ২৯৯ অস্ট্রেলিয়ান ডলারে (প্রায় ১৫,৮০০ টাকা) বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, ভারতে ফোনটির দাম ১৪,৯৯৯ টাকা।।