বাইরে থেকে দেখা যাবে ভেতরের কলকব্জা, এবার ট্রান্সপ্যারেন্ট ফোন আনছে Realme

রিয়েলমি গত সপ্তাহেই ভারতে তাদের বহু প্রতীক্ষিত Realme 12 Pro সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। ব্র্যান্ডটি সম্প্রতি জানিয়েছে যে, ৩০,০০০ + প্রাইস সেগমেন্টে এই লাইনআপ আর্লি অ্যাক্সেস সেলের সময়ে দ্রুততম বিক্রির রেকর্ড গড়েছে। Realme 12 Pro সিরিজ এ মাসের শেষের দিকে কোম্পানির হোম মার্কেট, অর্থাৎ চীনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। আর এখন, রিয়েলমির ইউরোপীয় শাখার সিইও ফ্রান্সিস ওয়াং একটি স্বচ্ছ ব্যাক প্যানেলের সাথে Realme 12 Pro+ এর একটি হ্যান্ডস-অন ইমেজ শেয়ার করেছেন। কি তথ্য উঠে এসেছে এই ছবিটি থেকে, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল স্বচ্ছ ব্যাক প্যানেল সহ Realme 12 Pro+ এর হ্যান্ডস অন ইমেজ

রিয়েলমি ইউরোপের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) ফ্রান্সিস ওয়াং তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে হাতে ধরে থাকা একটি ফোনের ছবি পোস্ট করেছেন। যদিও তিনি পোস্টে স্পষ্টভাবে এই ডিভাইসটির নাম প্রকাশ করেনি। তবে হ্যান্ড-অন ইমেজটি থেকে, এটি রিয়েলমি ১২ প্রো প্লাস বলে মনে হচ্ছে। ছবিটিতে ফোনটির পিছনে গোল্ড অ্যাকসেন্ট সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে এবং তার মধ্যে পেরিস্কোপ লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। ক্যামেরাগুলি রিয়েলমি ১২ প্রো প্লাস-এর মতো সাজানো।

উল্লেখযোগ্যভাবে, হ্যান্ড-অন ইমেজটি স্বচ্ছ ব্যাক প্যানেল সহ রিয়েলমি ১২ প্রো প্লাস-কে দেখিয়েছে। ফোনের অভ্যন্তরীণ কম্পোনেন্টগুলি ক্যামেরা মডিউলের নীচে এবং তার আশেপাশের অংশে দেখা যাচ্ছে। রিয়েলমি ১২ প্রো প্লাস-এর এই ভ্যারিয়েন্টটি লিমিটেড এডিশনে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সিস ওয়াং তার পোস্টে ইউজারদের এই মডেলটি সর্বপ্রথম কোথায় লঞ্চ করা যায়, তার পরামর্শ দিতে বলেন। আশা করা হচ্ছে যে, এটি চীনের বাজারে প্রথমে রিলিজ হবে, যেহেতু এমাসে সেদেশে সমগ্র রিয়েলমি ১২ প্রো সিরিজটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে।

উল্লেখ্য, Realme 12 Pro+ ভারতে নেভিগেটর বেইজ এবং সাবমেরিন ব্লু – এই কালার অপশনগুলিতে অফার করা হয়েছে। ডিভাইসটিতে ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি সর্বাধিক ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দ্বারা চালিত।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে৷