9,000 কোটি টাকার গাড়ি কারখানা বানাবে Tata Motors, কর্মসংস্থান হবে 5000 জনের

যাত্রীবাহী গাড়ি নিয়ে সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে টাটা মোটরসের (Tata Motors)। যার আরও একবার সাক্ষাৎ প্রমাণ মিলল। তামিলনাড়ু সরকারের সাথে মৌ স্বাক্ষরে আবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী। এক ঘোষণায় সংস্থার তরফে একথা জানানো হয়েছে। মৌ সাক্ষর করার উদ্দেশ্য সে রাজ্যে একটি নতুন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তোলা। এজন্য আগামী পাঁচ বছরে ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে টাটা।

Tata তামিলনাড়ুতে কারখানা তৈরি করবে

সংস্থার দাবি, তাদের এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে। মৌ স্বাক্ষরিত হওয়ার মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যের শিল্পমন্ত্রী টিআরবি রাজা, আইএএস অরুণ রায় ও টাটার প্রমুখ আধিকারিক।

তবে টাটার এই নতুন কারখানায় কোন গাড়ি তৈরি হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। বর্তমানে প্যাসেঞ্জার, কমার্শিয়াল ও ইলেকট্রিক ভেহিকেলের হরেক মডেল রয়েছে সংস্থার পোর্টফোলিওতে। সম্প্রতি টাটা নিজেদের প্যাসেঞ্জার এবং কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসা বিভক্ত করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

জামশেদপুর, লখনউ, সানন্দ, ধরওয়ার এবং পুণে’তে টাটার কারখানা রয়েছে। এছাড়া দেশের বাইরে থাইল্যান্ড, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের মাটিতে গাড়ি প্রস্তুত করে টাটা। দেশের মধ্যে তামিলনাড়ু গাড়ি তৈরির জন্য অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে নির্মাতাদের কাছে। Hyundai, Renault-Nissan, Stellantis, Bharat Benz, BMW সহ আরও অন্যান্য কোম্পানি এই রাজ্যে গাড়ি তৈরি করে। এবারে সেখানে পা রাখতে চলেছে টাটা।