নিষিদ্ধ TikTok থেকে CamScanner-র মত ৫৯টি চীনা অ্যাপ, বিকল্প অ্যাপের তালিকা দেখে নিন

আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে কেন্দ্র সরকারের নির্দেশে টিকটক, ইউসি ব্রাউজার সহ মোট ৫৯ টি চীনা অ্যাপকে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গতকাল ভারতে ব্যান করেছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে TikTok ও Helo এই দুটি অ্যাপকে আর ডাউনলোড করা যাবেনা। কয়েকদিনের মধ্যে বাকি ৫৭ টি অ্যাপকেও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে। এমনকি যারা এই অ্যাপগুলিকে আগে ইনস্টল করে রেখেছিলেন, তারাও কিছুদিন পর থেকে আর অ্যাপগুলি ব্যবহার করতে পারবেন না।

আপনিও যদি এই অ্যাপগুলি ব্যবহার করে থাকেন এবং মনে করেন এবার কি হবে, তাহলে বেশি কিছু না ভেবে এই প্রতিবেদনটি পড়ুন। কারণ এই প্রতিবেদনে আমরা সমস্ত চীনা অ্যাপের বিকল্প আপনাদেরকে জানাবো। এই বিকল্পগুলির মধ্যে অনেক অ্যাপ আবার ভারতেও তৈরী। তাহলে চলুন জেনে নিই জনপ্রিয় চীনা অ্যাপের বিকল্প হিসাবে আপনি কোন অ্যাপগুলি ব্যবহার করতে পারেন।

১. TikTok, Likee, Vmate এর বদলে – Chingari, Roposo ।
২. Helo অ্যাপের বদলে – ShareChat ।
৩. SHAREit বা Xender এর বদলে Files by Google ।
৪. UC Browser এর বদলে Google Chrome ।
৫. CamScanner এর বদলে Adobe Scan, বা Microsoft Lens।
৬. BeautyPlus, Wonder Camera এর বদলে B612 Beauty এবং Filter Camera, Candy Camera ।

৭. Club Factory, Shein এর বদলে Flipkart, Amazon India, এবং Koovs ।
৮. App Lock এর বদলে Norton App Lock।
৯. VivaVideo এর বদলে KineMaster, Adobe Premier Rush।
১০. LiveMe, Kwai এর বদলে Periscope।
১১. UC News এর বদলে Google News।
১২. Parallel Space এর বদলে App Cloner।

১৩. Mi Video Call এর বদলে Whatsapp, Google Duo।
১৪. ES File Explorer এর বদলে Solid Explorer।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *