LSG vs CSK: লখনউতে অপরাজিত LSG, ধোনিদের সহজেই‌ হারিয়ে চতুর্থ জয় রাহুলদের

আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমে ১৩৪ রান পার্টনারশিপ করে লখনউ সুপার জায়েন্টসের ওপেনিং জুটি।

আজ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকলো লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়াম। যে ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে শেষ হাসি হাসলো লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। আজ একবিন্দুও সিএসকেকে জয়ের স্বপ্ন দেখতে দেয়নি এলএসজি। এক ওভার বাকি থাকতে ৮ উইকেটে তাদের হারালো এলএসজি। এই জয়ের সাথেই এই মরশুমের চতুর্থ জয় নিজেদের নাম করলো এলএসজি।

আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এলএসজির অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। প্রথমে সিএসকেকে ব্যাট করতে পাঠিয়ে অল্পরানে আটক করাটাই ছিল এলএসজির মূল উদ্দেশ্য। প্রথম প্রথম সেই উদ্দেশ্যে সফল হলেও, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ৪০ বলে ৫৭ এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাট থেকে ৯ বলে ২৮ রানের ফিনিশিং টাচে ২০ ওভারে ১৭৬ রান করে সিএসকে। এছাড়া ৩৬ রান করেন অজিঙ্কা রাহানে এবং ৩০ রান আসে মঈন আলির ব্যাট থেকে।

লখনউ সুপার জায়েন্টসকে পয়েন্ট তালিকায় কিছুটা উন্নতি করার জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৭৭ রান। যা তাড়া করতে নেমে প্রথম থেকে নিজেদের উইকেট ধরে রাখেন এলএসজির নিয়মিত ওপেনার কুইন্টেন ডি কক (Quinton de Cock) এবং কেএল রাহুল। এই জুটি ওপেনিংয়ে ১৩৪ রানের মূল্যবান পার্টনারশিপ করেন। সিএসকের বোলিং লাইনআপ আজ শতচেষ্টা করলেও, তাদেরকে সঠিক সময়ে ফেরাতে পারেনি।

১৩৪ রানের পার্টনারশিপ করার পর ডি কক আউট হন ৪৩ বলে ৫৪ রান করে। তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর রাহুল এবং নিকোলাস পুরান দুইজনে মিলে দলকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যান। তবে এলএসজিকে জিততে হলে ১৬ রান প্রয়োজন, এমন সময়ে কেএল রাহুল ফেরেন ৫৩ বলে ৮২ রান করে। তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মথিসা পথিরানা। শেষমেষ নিকোলাস পুরান ২৩ রান এবং মার্কাস স্টইনিস ৮ রান করে দলকে জয় পর্যন্ত পৌঁছে দেন।

লখনউ সুপার জায়েন্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের স্কোরকার্ড (Lucknow Super Giants vs Chennai Super Kings Match Scorecard):

চেন্নাই সুপার কিংস: ১৭৬/৬ (২০ ওভার)

লখনউ সুপার জায়েন্টস: ১৮০/২ (১৯ ওভার)

ম্যাচটি লখনউ সুপার জায়েন্টস ৮ উইকেটে জয়লাভ করেছে।