মোবাইল

৪০০০ টাকা সস্তা হল Oppo A59 5G স্মার্টফোন, ডুয়েল ক্যামেরা সহ আছে ৫০০০mAh ব্যাটারি

Published on:

Oppo a59 5G discount offer rs 4500 ahead of Flipkart Big Saving Days Sale

ওপ্পো সম্প্রতি সময়ে বেশ কয়েকটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এরমধ্যে অন্যতম Oppo A59 5G। এই ডিভাইসটি আপনি এখন অফারের সাথে কিনতে পারবেন। প্রায় ৪ হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও এইচডি প্লাস ডিসপ্লে সহ আসা এই ওপ্পো ফোনটি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই অফার দিচ্ছে।

Oppo A59 5G দুর্দান্ত অফারে কেনার সুযোগ

ফ্লিপকার্টে এই মুহূর্তে ওপ্পো এ৫৯ ৫জি স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এর উপর ২২ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর ফোনটির ৬ জিবি র‌্যাম মডেলের দাম ১৪,৫০০ টাকা। এটি সিল্ক গোল্ড এবং স্টারি ব্ল্যাক কালারে এসেছে।

ওপ্পো এ৫৯ ৫জি ফ্লিপকার্ট থেকে ৫১০ টাকা মাসিক কিস্তি দিয়েও কেনা যাবে। আবার আইডিএফসি ফার্স্ট ও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৭২৫ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Oppo A59 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো এ৫৯ ৫জি স্মার্টফোনে আছে ৬.৫৬ ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজোলিউশন ১৬১২ x ৭২০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০.১৫:৯, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ওপ্পো ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৩.১ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Oppo A59 5G স্মার্টফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। পিছনে ফ্ল্যাশও আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।