Samsung এর সকল স্মার্টফোন এবার 5G? মোবাইলের দুনিয়া বদলানো সেই দিন আসছে শীঘ্রই

২০১৯ সালে বিশ্বব্যাপী ৫জি নেটওয়ার্কের বাণিজ্যিকীকরণের পর এখন বিভিন্ন সংস্থার একাধিক স্মার্টফোনে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক পরিষেবা সাপোর্ট করে। প্রথম ক’বছরে ৫জি ফিচার শুধুমাত্র ফ্ল্যাগশিপ মোবাইল ফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সময় অতিবাহিত হওয়ার পর বেশ কিছু মিড-রেঞ্জ স্মার্টফোনও ৫জি নেটওয়ার্ক সাপোর্টের সাথে লঞ্চ হয়। এখনও খুব বেশি সংখ্যক এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে না। তবে আগামী বছরের মধ্যেই এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে, কারণ একাধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড বর্তমানে ৫জি কানেক্টিভিটি যুক্ত বেশ কয়েকটি বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন শোনা যাচ্ছে যে, স্যামসাং (Samsung) তাদের কমদামী ফোনগুলির জন্য ৫জি সমর্থন সরবরাহ করার পরিকল্পনা করছে।

Samsung তাদের সকল সস্তা স্মার্টফোন 5G সাপোর্ট নিয়ে আশার জন্য কাজ করছে

গত বছর থেকে, বিভিন্ন দেশ এবং অঞ্চলে ৫জি নেটওয়ার্ক জনপ্রিয়তা লাভ করেছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্যামসাং এখন বাজেট ফোনেও ৫জি সাপোর্ট চালু করতে শুরু করেছে। তাদের লক্ষ্য হল সমস্ত মডেলে ৫জি নেটওয়ার্কের উপযুক্ত করে তোলা। তবে, ৪জি এলটিই মডেলের তুলনায়, স্যামসাং কিছু ৫জি মডেলকে “স্ট্রিমলাইন” করেছে। উদাহরণ হিসেবে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি এবং গ্যালাক্সি এ১৩ এলটিই মডেল দুটিকে দেখা যেতে পারে। এগুলির মধ্যে ৫জি মডেলটি স্বাভাবিকভাবেই ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং তার জন্য এতে দ্রুততর প্রসেসর ব্যবহার করা হয়েছে, তবে এলটিই মডেলের তুলনায় এর স্ক্রিন রেজোলিউশন এবং রিয়ার ক্যামেরার রেজোলিউশন কম।

আবার, কোম্পানি Galaxy A32-এর মতো বিভিন্ন এন্ট্রি-লেভেল মডেলে কিছু এডজাস্টমেন্টও করেছে। যদিও স্যামসাং এগুলিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট সহ দ্রুততর প্রসেসর ব্যবহার করবে এবং সস্তা মডেলগুলির জন্য ডিফল্ট অপশন হিসাবে ৫জি ব্যবহার করবে। তবে, খরচ কমাতে স্ক্রিন এবং ক্যামেরার মতো সেগমেন্টে কনফিগারেশন কমানো হবে।

একটি লেটেস্ট রিপোর্ট থেকে জানা গেছে যে Samsung এবং Apple এর মতো বড় স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের উৎপাদন কমানোর পরিকল্পনা করছে৷ প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী মোবাইল ফোন শিল্পে এবছর বেশ খারাপ প্রভাব পড়েছে। শুধু বিক্রিই কমেনি, টেক জায়ান্টগুলি উৎপাদন কমাতেও শুরু করেছে। এই বড় কোম্পানিগুলি বাজারের ঝুঁকি কমাতে এবং ডেস্টকিংয়ের গতি ত্বরান্বিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, এই অর্থবর্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং অতিমারির মতো কারণগুলির কারণে বিশ্বব্যাপী মোবাইল ফোনের শিপমেন্ট মাত্র ১.২৬ বিলিয়ন ইউনিট হবে। ২০২১-এর তুলনায় যা ৬.৮ শতাংশ পতন। তবে আগামী বছর, বিশ্বব্যাপী মোবাইল ফোন সরবরাহের পরিমাণ প্রায় ১.৩২৭ বিলিয়ন ইউনিট হবে বলে জানা গেছে, যা বছরে ৫.২% বৃদ্ধিকে নির্দেশ করে।