দুর্ধর্ষ ক্যামেরার Vivo X90 Pro ফোনে আসছে Android 14 আপডেট, এভাবে ডাউনলোড করুন

Vivo X90 Pro স্মার্টফোনের জন্য Android 14 Preview রোলআউট করা হচ্ছে

টেক জায়ান্ট Google খুব শীঘ্রই তাদের নতুন অপারেটিং সিস্টেম Android 14 এর স্টেবল ভার্সন লঞ্চ করতে চলেছে। একই সাথে, অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডগুলিও বর্তমানে Android 14 ভিত্তিক নিজস্ব কাস্টম রম ডেভেলপ ও পরীক্ষার কাজে ব্যস্ত। এক্ষেত্রে কিছু ব্র্যান্ড ইউজারদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য ইতিমধ্যেই কাস্টম স্কিনের বিটা ভার্সন রিলিজ করাও শুরু করে দিয়েছে। যেমন Vivo আজ তাদের একটি অন্যতম জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X90 Pro -এর ভারতীয় সংস্করণের জন্য Android 14 Preview প্রোগ্রাম নিয়ে আসার কথা জানালো। সংস্থাটি তাদের আধিকারিক X হ্যান্ডেলের মাধ্যমে নতুন প্রজন্মের FunTouchOS রিলিজের কথা জানিয়েছে। একই সাথে পোস্টে দাবি করা হয়েছে যে, উক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজাররা “Android 14 Preview প্রোগ্রামের অধীনে লেটেস্ট FuntouchOS 14 কাস্টম স্কিনের দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”

Vivo X90 Pro স্মার্টফোনের জন্য Android 14 Preview সংস্করণকে কবে ভারতে রোলআউট করা হবে?

ভিভো আজ অ্যান্ড্রয়েড ১৪ প্রিভিউ প্রোগ্রামের ভিভো এক্স৯০ প্রো স্মার্টফোনকে যুক্ত করার কথা জানিয়েছে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে উক্ত ফোনের ইউজাররা ফানটাচওএস ১৪ কাস্টম স্কিন ব্যবহারের অভিজ্ঞতা হাতেনাতে পেয়ে যাবেন। এই লেটেস্ট ওএস প্রিভিউকে আগামী ১৮ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রোলআউট করার কথা নিশ্চিত করা হয়েছে। যদিও অ্যান্ড্রয়েড ১৪ বিল্ডের জন্য রেজিস্টার করার প্রক্রিয়া আজ অর্থাৎ ১২ই সেপ্টেম্বর থেকেই লাইভ করা হয়েছে। তবে আগেই বলে দিই, হাজারো আবেদনকারীদের মধ্যে থেকে শুধুমাত্র ৫০০ জন ভিভো এক্স৯০ প্রো স্মার্টফোন মালিককে উক্ত আপডেটের ট্রায়াল ভার্সনের অ্যাক্সেস প্রদান করা হবে৷

Android 14 Preview প্রোগ্রামে Vivo X90 Pro ফোন ব্যবহারকারীরা কীভাবে রেজিস্টার করবেন

  • অ্যান্ড্রয়েড ১৪ প্রিভিউ প্রোগ্রামের অধীনে নিজেকে নিবন্ধন করানোর জন্য প্রথমেই আপনাদের ডিভাইসের ‘Settings’ অপশনে চলে যেতে হবে।
  • এবার ‘System Update’ বিকল্পটি চয়ন করুন।
  • এরপর ডিভাইসের উপরের দিকে ডান কোণায় থাকা সেটিংস আইকনে ট্যাপ করুন।
  • এখানে ‘Trial version’ লেখা একটি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই ডিভাইস রেজিস্টার্ড হয়ে যাবে।

একটা বিষয় বিশেষভাবে জানিয়ে দেওয়া দরকার, অ্যান্ড্রয়েড ১৪ প্রিভিউ প্রোগ্রামের জন্য আবেদন করার আগে ভিভো এক্স৯০ প্রো স্মার্টফোনকে সর্বশেষ সিস্টেম ভার্সন 13.1.13.8.W30.V000L1-এ চলতে হবে।

এছাড়া মাথায় রাখবেন, পরবর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েড ১৪ প্রিভিউ এই মুহূর্তে বিটা ভার্সনে আছে। ফলে এতে বাগ সংক্রান্ত সমস্যা দেখা দিতেই পারে। তাই নিজেদের ডিভাইসকে এই বিটা সংস্করণে আপগ্রেড করার আগে যাবতীয় ডেটার ব্যাকআপ রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।

এদিকে, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, FuntouchOS 14 Android 14 Preview বিটা প্রোগ্রামের জন্য যারা আগে আবেদন করবেন তাদের আর্জি গৃহীত হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাই আপনি যদি Vivo X90 Pro স্মার্টফোন ব্যবহার করে থাকেন এবং এই প্রোগ্রামে অংশ নিতে চান তবে আজই রেজিস্টার করে ফেলুন। নতুবা প্রোগ্রামের স্লট পূর্ণ হলেই অ্যাপ্লিকেশন পোর্টাল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।