Vivo Y78+ 5G: লঞ্চের আগেই দাম-ফিচার্স লিক হয়ে গেল, ভিভোর নয়া ফোনে কী চমক দেখুন

ভিভো (Vivo) তাদের Y78 সিরিজের অধীনে Vivo Y78+ 5G খুব শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। কয়েকদিন আগেই এটি চীনের 3C কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে। একইসাথে, স্মার্টফোনটি সম্প্রতি টেনা (TENAA)-র ছাড়পত্র পেয়েছে। আবার Vivo Y78+ 5G গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও হাজার হয়েছে। বেঞ্চমার্ক লিস্টিং থেকে ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এছাড়াও, গত সপ্তাহে একটি ফাঁস হওয়া পোস্টারের মাধ্যমে Y78+ 5G-এর ডিজাইন প্রকাশ্যে এসেছে। আর এখন অফিসিয়াল লঞ্চের আগে, চীনা টেলিকম থেকে Vivo Y78+ 5G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং মূল্য সামনে এসেছে।

Vivo Y78+ 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনা টেলিকম দ্বারা প্রকাশিত স্পেসিফিকেশন অনুসারে, আসন্ন ভিভো ওয়াই৭৮প্লাস ৫জি ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) কার্ভড এজ ডিসপ্লে সহ আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সাম্প্রতিক গিকবেঞ্চ তালিকা অনুসারে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৭৮প্লাস ৫জি-তে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অবস্থান করবে। আর হ্যান্ডসেটের ফ্রন্ট ক্যামেরাটি হবে ৮ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়াই৭৮প্লাস ৫জি ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ৪৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসন্ন ভিভো ফোনটির পরিমাপ হবে ১৬২.২৪ x ৭৪.৭৯ x ৭.৮৯ মিলিমিটার এবং ওজন হবে ১৭৭ গ্রাম।

Vivo Y78+ 5G-এর প্রত্যাশিত মূল্য ও সম্ভাব্য লঞ্চের তারিখ

Vivo Y78+ 5G চীনে আগামী ২৬ এপ্রিল লঞ্চ হবে। ডিভাইসটি মুন শ্যাডো ব্ল্যাক, ওয়ার্ম সান গোল্ড এবং স্কাই ব্লু – এর মতো আকর্ষণীয় কালারগুলিতে আসবে বলে জানা গেছে। Y78+ 5G-এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলটির মূল্য হতে পারে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৫০০০ টাকা)। মধ্যম ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং এই মডেলটির দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,২৫০ টাকা) রাখা হতে পারে। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটি ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৪৫০ টাকা) মূল্যে বিক্রি হতে পারে বলে খবর।