নতুন বাড়িতে শিফ্ট করেছেন? তাড়াতাড়ি Aadhaar Card-এ ঠিকানা আপডেট করুন, পদ্ধতি খুব সহজ

ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকের আধার (Aadhaar) কার্ড থাকা একটি আবশ্যিক বিষয়। এই গুরুত্বপূর্ণ নথিটি, ব্যক্তির আইডেন্টিটি বা পরিচয় বহন করে; এতে নাম, জন্ম তারিখ, ঠিকানা থেকে শুরু করে অন্তর্ভুক্ত থাকে বায়োমেট্রিক ডেটাও। ব্যবহারিক প্রয়োগের কথা বললে, সরকারি/বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এবং নানা ধরনের কাজে আধার কার্ড লাগে। কিন্তু ধরুন, আপনি হঠাৎ করে নিজের বাড়ি (পড়ুন বাসস্থান) এমনকি শহর ছেড়ে নতুন জায়গায় শিফ্ট করেছেন, তখন তো আধারে থাকা আপনার পুরোনো ঠিকানা আর বৈধ হবেনা – সেক্ষেত্রে কী করবেন? এই প্রসঙ্গে বলি, আপনি যদি নিজের ঠিকানা পরিবর্তন করে থাকেন, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আধারের ঠিকানা আপডেট করতে হবে। এই কাজে বেশি ঝামেলা নেই, আপনি অনলাইন মাধ্যমে খুব সহজে ঘরে বসে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

কীভাবে অনলাইনে Aadhaar Card-এর ঠিকানা পরিবর্তন করবেন?

১. বাড়িতে বসে বিনা ঝামেলায় আধারের ঠিকানা আপডেট করতে আপনাকে প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআউডিএআই (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এখানে ‘মাই আধার’ (My Aadhaar)-এর অপশন দেখা গেলে সেটিতে ক্লিক করুন।

৩. এরপর আপনাকে লগইন করতে হবে যেখানে আপনি নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা আপডেটের একটি অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করে এগিয়ে যান।

৪. পরবর্তী ধাপে ‘আপডেট আধার অনলাইন’ (Update Aadhaar Online)-এ ক্লিক করে ‘প্রোসিড টু আপডেট আধার’ (Proceed To Update Aadhaar) অপশনটি বেছে নিতে হবে।

৫. এখানে আপনি কিছু অপশন পাবেন যার মধ্যে থেকে ‘অ্যাড্রেস’ (Address)-এর অপশন সিলেক্ট করতে হবে। তারপরে আবার ক্লিক করতে হবে ‘প্রোসিড টু আপডেট আধার’ (Proceed To Update Aadhaar) অপশনে।

৫. উল্লিখিত অপশনে আপনি আপনার পুরোনো ঠিকানা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাকে নিজের নতুন ঠিকানার বিবরণ লিখে নথিগুলি যথাযথ আপলোড করতে হবে। এর পরে সবকিছু সঠিকভাবে পরীক্ষা করে জমা দিলেই আধার ডেটা কিছুদিনের মধ্যে আপডেট হবে।