15000 টাকার কমে 16 জিবি র‌্যামের Vivo 5G স্মার্টফোন, এখন পাওয়া যাচ্ছে নতুন কালারে

আজ এই মুহূর্ত থেকে আপনারা Flipkart -এর মাধ্যমে Vivo T2x 5G স্মার্টফোন নয়া - সানস্টোন অরেঞ্জ এবং ব্ল্যাক গ্ল্যাডিয়েটর কালার অপশনে খরিদ করতে পারবেন

আপনারা যদি সস্তায় বেশি র‍্যামের একটি নয়া স্মার্টফোন কিনতে চান, তবে Flipkart -এর একটি ডিল আপনাদের জন্য আদর্শ হবে। আসলে উক্ত অনলাইন শপিং প্ল্যাটফর্মে এখন ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড) সহ আসা Vivo T2x 5G স্মার্টফোন একাধিক দারুন অফারের সাথে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেকটি অফারের লাভ ওঠাতে পারলে আপনারা ১,৪০০ টাকারও কমে এই মডেলটি নিজের নামে করতে পারবেন। সর্বোপরি লঞ্চকালীন সময়ে ডিভাইসটি শুধুমাত্র তিনটি কালার অপশনের সাথে পাওয়া যেত, যথা – অরোরা গোল্ড, গ্লিমার ব্ল্যাক এবং মেরিন ব্লু। কিন্তু এখন আপনারা Flipkart -এর মাধ্যমে Vivo T2x 5G স্মার্টফোন নয়া – সানস্টোন অরেঞ্জ এবং ব্ল্যাক গ্ল্যাডিয়েটর কালার অপশনেও খরিদ করতে পারবেন।

Flipkart থেকে নতুন কালারে কিনুন Vivo T2x 5G স্মার্টফোন

ভিভো টি২এক্স ৫জি স্মার্টফোনের উচ্চতর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এদেশে ১৫,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন ফ্লিপকার্টে ডিভাইসটি ডিসকাউন্ট সহ ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে HDFC অথবা SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ফ্লাট ৭৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ডহোল্ডারদের ৫% ক্যাশব্যাক অফার করা হবে৷ কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ৫২৮ টাকার ইএমআই দিতে হবে। এছাড়া পুরানো মোবাইল আপগ্রেড করে এই ভিভো ফোনটি কিনলে ১৩,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

জানিয়ে রাখি, ভিভো টি২এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সাথে অনুরূপ অফার উপলব্ধ।

Vivo T2x 5G -এর স্পেসিফিকেশন

Vivo T2x 5G স্মার্টফোনে রয়েছে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর উপস্থিত। অপারেটিং সিস্টেম হিসাবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে৷ এটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ এসেছে৷ আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার উপলব্ধ।

ক্যামেরা বিভাগের কথা বললে, Vivo T2x 5G স্মার্টফোনে LED ফ্ল্যাশ যুক্ত ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ডিভাইসের ডিসপ্লের উপরিভাগে থাকা ওয়াটারড্রপ নচ কাটআউটের মধ্যে ৮-মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার বিদ্যমান। তদুপরি কানেক্টিভিটির জন্য এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে – ৫জি, ডুয়াল সিম স্লট (হাইব্রিড সিম স্লট), ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক মিলবে৷ Vivo T2x 5G স্মার্টফোনে ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি রয়েছে। এর পরিমাপ ১৬৪.০৫x৭৫.৬x৮.১৫ মিমি এবং ওজন প্রায় ১৮৪ গ্রাম।