Redmi Note 12T Pro মিড রেঞ্জে ঝড় তুলতে বাজারে আসছে, থাকবে Dimensity 8200 Ultra প্রসেসর

রেডমি নোট ১২টি প্রো কে গিকবেঞ্চে 23054RA19C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে

Redmi গত বছর ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ Note 11T Pro লঞ্চ করেছিল। এরপর ডিভাইসটি গ্লোবাল মার্কেটে Redmi K50i নামে এসেছিল। চলতি বছরেও সংস্থাটি Note 11T Pro এর উত্তরসূরী হিসেবে Redmi Note 12T Pro লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এই ফোনটিকে বেঞ্চমার্ক সাইট Geekbench-এ দেখা গেছে। এখান থেকে ডিভাইসটির প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Redmi Note 12T Pro হবে পাওয়ারফুল মিড রেঞ্জ ফোন

রেডমি নোট ১২টি প্রো কে গিকবেঞ্চে 23054RA19C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে সামনে এসেছে যে, হ্যান্ডসেটটি একটি অক্টা কোর প্রসেসর সহ আসবে, যার চারটি কোরের ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ, তিনটি কোরের ক্লক রেট ৩.০ গিগাহার্টজ এবং একটি কোরের ক্লক স্পিড ৩.১০ গিগাহার্টজ। সেক্ষেত্রে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর বলে মনে হচ্ছে।

গিকবেঞ্চে রেডমি নোট ১২টি প্রো ১২ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। তবে আশা করা যায় ফোনটি লঞ্চের সময় আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট সহ আসবে। আর এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১২২৪ ও ৩৯২১ স্কোর করেছে।

এর আগে জানা গিয়েছিল, Redmi Note 12T Pro ফোনে ১২ জিবি র‌্যাম ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আর এটি ভারত সহ গ্লোবাল মার্কেটে Redmi K60i নামে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এখন দেখার Redmi কবে Note 12T Pro এর লঞ্চের তারিখ ঘোষণা করে।