Samsung M34 5G থেকে OnePlus Nord 3 5G, নতুন ফোন সস্তায় কেনার সেরা সুযোগ অ্যামাজন প্রাইম ডে সেলে

Amazon সেলে Samsung M34 5G, Motorola Razr 40 Ultra 5G, iQOO Neo 7 Pro 5G, Realme narzo 60 Series 5G, OnePlus Nord 3 5G, Tecno Camon 20 Pro 5G ফোনগুলি পাওয়া যাবে

অ্যামাজন (Amazon)-এর ভারতীয় শাখা এই মুহুর্তে তাদের বহু প্রতীক্ষিত প্রাইম ডে ২০২৩ (Prime Day 2023) সেলের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ১৫ জুলাই শুরু হতে চলেছে। এই সেলে ই-কমার্স সাইটটি ইন্ডাস্ট্রির লেটেস্ট এবং সবচেয়ে আকর্ষণীয় স্মার্টফোনগুলিকে গ্রাহকদের কাছে পেশ করবে। প্রাইম ডে চলাকালীন, ক্রেতারা লিডিং ব্র্যান্ডের সেরা ফোনগুলির ওপর আকর্ষণীয় ডিল এবং অফার উপভোগ করার সুযোগ পাবেন। প্রাইম ডে সেলে উপলব্ধ হতে চলা হ্যান্ডসেটগুলির মধ্যে রয়েছে Samsung M34 5G, Motorola Razr 40 Ultra 5G, iQOO Neo 7 Pro 5G, Realme narzo 60 Series 5G, OnePlus Nord 3 5G, Tecno Camon 20 Pro 5G। আসুন সেল শুরুর আগে উল্লেখিত ডিভাইসগুলির বিশেষত্বগুলি সংক্ষেপে জেনে নেওয়া যাক।

Amazon-এর Prime Day 2023 সেলে মিলবে একাধিক নতুন ডিভাইস

অ্যামাজন ইন্ডিয়ায় (Amazon.in) উপলব্ধ টপ স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে itel A60s, যা একটি মাল্টি-ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অফার করে। এদিকে, মোবাইল গেমারদের জন্য ডিজাইন করা সদ্য উন্মোচিত iQOO Neo 7 Pro 5G ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর, গেমিং চিপ, ১২০ হার্টজের ১০-বিট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে।

আবার, মোটোরোলা রেজার ৪০ ফ্লিপ ফোনটি ৩.৬ ওলেড (OLED) ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট সহ সবচেয়ে বড়, উজ্জ্বল কভার ডিসপ্লে অফার করে। যারা প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য আছে মোটোরোলা রেজার ৪০ আল্ট্রা ৫জি। এটি বিশ্বের বৃহত্তম আউটার ডিসপ্লে, সবচেয়ে স্লিম ফোল্ডিং ডিজাইন, ১৬৫ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৯ ইঞ্চির প্রধান ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর অফার করে৷

এছাড়াও OnePlus Nord 3 5G ফোনটিও সম্প্রতি লঞ্চ হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির সুপারফ্লুইড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) সার্টিফিকেশন সহ শক্তিশালী স্মার্টফোন এক্সপেরিয়েন্স প্রদান করে। লেটেস্ট Realme narzo 60 5G-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং স্ট্রিট ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা প্রতিযোগিতামূলক দামে নতুনত্ব নিয়ে এসেছে। অন্যদিকে, হাই-এন্ড Narzo 60 Pro 5G-তে ১২০ কার্ভড ভিশন ডিসপ্লে, মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০৫০ ৫জি চিপসেট, ৬৭ ওয়াট সুপারভোক (SUPERVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷

গত সপ্তাহেই Samsung M34 5G মডেলটি লঞ্চ করা হয়েছে। এটি ভিশন বুস্টার প্রযুক্তি এবং ঝাঁকুনিমুক্ত মুহূর্তগুলি ক্যাপচার করার জন্য নো শেক ক্যামেরা ফিচার অফার করে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড মনস্টার ডিসপ্লে রয়েছে, যা গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। স্যামসাংয়ের হ্যান্ডসেটটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। আর এদিকে Tecno Camon 20 Premier 5G হল তার সেগমেন্টের প্রথম ফোন, যা ১০৮ ওয়াট আল্ট্রাওয়াইড ম্যাক্রো লেন্স অফার করে। এছাড়াও, এতে দেখা যায় মিলিমালিস্ট ডিজাইন এবং ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে৷

যদিও উল্লেখিত নয়া স্মার্টফোনগুলি এদেশে ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে, তবে এগুলি এখনও বিক্রির জন্য উপলব্ধ হয়নি। আসন্ন অ্যামাজন প্রাইম ডে সেলের মাধ্যমে হ্যান্ডসেটগুলির বিক্রি শুরু হবে। সেলটি অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে আগামী ১৫ জুলাই রাত ১২টা থেকে শুরু করে ১৬ জুলাই পর্যন্ত চলবে। অ্যামাজনের প্রাইম মেম্বাদের জন্য থাকছে ব্যতিক্রমী ডিল, সেভিংস, ব্লকবাস্টার বিনোদন, নতুন লঞ্চ সহ আরও অনেক চিত্তাকর্ষক অফার। প্রাইম মেম্বাররা স্মার্টফোন এবং টিভি থেকে শুরু করে অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি, গ্রসারি, আমাজন ডিভাইস, হোম ও কিচেন ফার্নিচার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, নতুন লঞ্চ, অসাধারণ ডিল এবং বিস্তৃত এন্টারটেইমেন্ট অপশনগুলিতে এক্সক্লুসিভ অ্যাক্সেস উপভোগ করবেন। অ্যামাজনের প্রাইম ডে সেল গ্রাহকদের শপিং এক্সপেরিয়েন্সকে আনন্দদায়ক করে তুলবে।