প্রোডাক্টের গায়ে লিখতে হবে কোন দেশে তৈরী, ই-কমার্স সাইটগুলিকে নির্দেশ বাণিজ্য মন্ত্রকের

গতকাল একটি খবরে আমরা ই-কমার্স সংস্থাগুলির জন্য ভারত সরকারের নতুন বিধি সম্বলিত খসড়ার কথা জানিয়েছিলাম। মনে করা হচ্ছিল, ঘুরপথে চীনা প্রোডাক্ট বিক্রি রুখতেই এই পদক্ষেপ। সূত্রের খবর, এবার ভারতের ই-কমার্স সংস্থা যেমন অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টকে সমস্ত প্রোডাক্টের উৎস শনাক্ত করতে হবে। এই জন্য সংস্থাগুলি তাদের ব্যাক-এন্ড সিস্টেম আপডেট করতে শুরু করেছে।

আসলে বুধবার অনুষ্ঠিত ই-কমার্স সংস্থাগুলির সাথে একটি অনলাইন বৈঠকে ভারতীয় বাণিজ্য মন্ত্রকের শিল্প ও অভ্যন্তরীণ বিভাগ (DPIIT), অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া প্রতিটি প্রোডাক্টের ওপর ”কান্ট্রি অফ ওরিজিন” অর্থাৎ উৎস দেশ উল্লেখ করতে বলেছে। আগামী ২১শে আগস্টের মধ্যে অনলাইন রিটেলারদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই বিষয়ে রিটেল কনসাল্টেন্সি থার্ড আইশাইটের প্রধান দেবাংশু দত্ত বলেছেন, বর্তমান সময়ে যে চীনবিরোধী মনোভাব দেখা যাচ্ছে, এই নতুন লেবেলিং প্রক্রিয়া অনলাইন শপিংয়ে প্রভাব ফেলতে পারে। কারণ এবার থেকে প্রোডাক্টের গায়ে সেই প্রোডাক্ট কোন দেশে তৈরী হয়েছে তা লিখে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের বাণিজ্য মন্ত্রক গত মাসে সরকারী ই-মার্কেটপ্লেসে (GeM) প্রোডাক্ট বিক্রির জন্য, সেলারদের সেগুলির কান্ট্রি অফ ওরিজিন উল্লেখ করতে আদেশ দিয়েছিল। সূত্রের খবর, কিছু সংস্থা বলেছে, এই প্রক্রিয়ার জন্য তাদের দুই থেকে তিন মাস সময় প্রয়োজন হবে। কারণ তাদের প্ল্যাটফর্মগুলিতে কয়েক মিলিয়ন প্রোডাক্ট রয়েছে। যদিও এই বিষয়ে আমাজন, ফ্লিপকার্ট, বা DPIIT কেউই সরাসরি কোনো মন্তব্য করেনি।