চীনের বাইরে লঞ্চের আগেই Xiaomi 13 5G এর আনবক্সিং ভিডিয়ো প্রকাশ্যে

গত ডিসেম্বরে চীনের বাজারে লঞ্চ করার পর, শাওমি সম্প্রতি নিশ্চিত করেছে যে, চলতি মাসের শেষে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২৩ সম্মেলনে তাদের লেটেস্ট Xiaomi 13 সিরিজটি বিশ্ব বাজারের জন্য উন্মোচন করবে। এই ইভেন্টে কোম্পানি তিনটি প্রিমিয়াম ফোন লঞ্চ করতে পারে। এর মধ্যে রয়েছে 13 Lite, স্ট্যান্ডার্ড 13 5G এবং 13 Pro 5G। Xiaomi 13 5G ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। কোম্পানি এর পরিবর্তে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতে Xiaomi 13 Pro 5G লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। ভারতে স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্টের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এদিকে, Xiaomi 13-এর লঞ্চের আগেই এটিকে আনবক্স করা হয়েছে। এক নির্ভরযোগ্য টিপস্টার এই আনবক্সিংয়ের বিশদ বিবরণ শেয়ার করেছেন, যিনি ফোনের ছবি এবং এর ইন-বক্স সামগ্রীর ছবি প্রকাশ্যে এনেছেন। এর পাশাপাশি, একটি নতুন লিক আসন্ন Xiaomi 13 Ultra-এর সম্ভাব্য ডিজাইন প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Xiaomi 13 5G-এর গ্লোবাল মডেলের লাইভ ইমেজ এবং ইনবক্স সামগ্রীর ছবি

শাওমি ১৩ ৫জি ইতিমধ্যেই চীনে কেনার জন্য উপলব্ধ। ফোনের একই ভ্যারিয়েন্টটি আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববাজারে ক্রেতাদের জন্য উন্মোচিত হবে। গ্লোবাল লঞ্চের আগে, ফোনটির আনবক্সিং করে অনলাইনে তার ছবি আপলোড করা হয়েছে। এই ছবিগুলি টুইটারে শেয়ার করেছেন টিপস্টার স্নুপিটেক। ছবিগুলি নিশ্চিত করে যে, গ্লোবাল ভ্যারিয়েন্টটিও ৬৭ ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসবে। এছাড়াও, ডিভাইসটির সাথে একটি চার্জিং ওয়্যার এবং একটি থার্মোপ্লাস্টিক পলিইউরেথেন (TPU) প্রোটেকটিভ কেস থাকবে।

এছাড়াও, ছবিতে দেখতে পাওয়া শাওমি ১৩ ৫জি ইউনিটে সাদা রিয়ার প্যানেল রয়েছে। প্রসঙ্গত, চীনে ফোনটি সেরামিক ব্ল্যাক, সেরামিক হোয়াইট, সেরামিক গ্রিন এবং মাউন্টেন ব্লু- এর মতো একাধিক কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। নীল রঙের বিকল্পটিতে একটি ভেগান চামড়ার ব্যাক প্যানেলও রয়েছে। তাই আশা করা যায় যে গ্লোবাল ভ্যারিয়েন্টটিও একাধিক কালার ভ্যারিয়েন্টে বাজারে আসবে।

আবার, Xiaomi 13-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি এর চীনা ভ্যারিয়েন্টের মতোই স্পেসিফিকেশন এবং ফিচার অফার করবে বলে জানা গেছে। অর্থাৎ, এতেও ৬.৩৬ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। স্ক্রিনটি সমতল হবে এবং এর চারপাশে স্লিম বেজেল দেখা যাবে। আর ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট উপস্থিত থাকবে।

ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১,৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। Xiaomi 13 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। গ্লোবাল ভ্যারিয়েন্টটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Xiaomi 13 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০০ সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩.২x অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে৷ প্রধান এবং টেলিফটো ক্যামেরা সেন্সর দুটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-ও সাপোর্ট করবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, স্ট্যান্ডার্ড Xiaomi 13 5G মডেলটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং, উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্পিকারও মিলবে।

প্রকাশ্যে এল Xiaomi 13 Ultra-এর ডিজাইন রেন্ডার

Xiaomi 13 সিরিজের টপ-অফ-দ্য-লাইন Xiaomi 13 Ultra মডেলটি আল্ট্রা-প্রিমিয়াম হ্যান্ডসেট হিসাবে গ্লোবাল মার্কেটে আসতে চলেছে। লঞ্চের আগেই, এখন একটি লিকের মাধ্যমে এর ডিজাইনটি প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, এতে পূর্বসূরি 12S Ultra-এর মতোই ডিজাইন দেখা যাবে। ফোনটির রিয়ার প্যানেলে একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যেখানে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে এবং চারটি ক্যামেরার একটিতে পেরিস্কোপ সেটআপও দেখা যাবে।

Xiaomi 13 Ultra-এর ক্যামেরা মডিউলের কেন্দ্রে লাইকা (Leica) ব্র্যান্ডিংও দেখা যাবে। রিয়ার প্যানেলের ওপরের অংশটি বেশ প্রসারিত হবে, যা বড় আকারের সেন্সর এবং অন্যান্য হার্ডওয়্যারের কারণে হতে পারে। শাওমি আসন্ন 13 Ultra-এর গ্লোবাল মডেল সম্পর্কে কোনও বিবরণ নিশ্চিত করেনি, তবে আশা করা যায় যে এই ভ্যারিয়েন্টে সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চির ক্যামেরা সেন্সর থাকবে।

এছাড়া, Xiaomi 13 Ultra-এর ক্যামেরা মডিউলে চারটি সেন্সরের নীচের দিকে থাকবে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ। রিয়ার প্যানেলটি কার্ভড হবে। ডিজাইন রেন্ডারে ফোনের সামনের অংশটি প্রদর্শন করা হয়নি, তবে আশা করা যায় যে ফোনটির শীর্ষ কেন্দ্রে একটি হোল-পাঞ্চ কাটআউট উপস্থিত থাকবে। এছাড়া, স্ক্রিনের প্রান্তগুলিও কার্ভড হতে পারে। Xiaomi 13 Ultra গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এর লঞ্চের টাইমলাইন আপাতত অজানাই রয়েছে।