‘বিশ্বকাপের দলে যদি জায়গা না পায়….’ দল নির্বাচনের আগে নির্বাচকদের সোজাসুজি বার্তা গিলের

এই বছর আইপিএলে হার্দিক পান্ডিয়া আবার মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় শুভমান গিল গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন।

বর্তমানে ভারতীয় দলে একাধিক প্রতিভাবান ক্রিকেটার আসন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অংশগ্রহণ করার জন্য নিজেদের প্রস্তুত করছেন। তবে বিসিসিআই চলমান আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে এই টুর্নামেন্টের জন্য দল বাছাই করতে চাইছে। ফলে ১৫ সদস্যে এই দলে অনেক ক্রিকেটারই বাদ পড়তে পারেন। এবার আসন্ন বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার বিষয়ে তরুণ ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

শুভমান গিল সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে বিশেষ নজর কেড়েছেন। এছাড়াও আইপিএলে (IPL 2024) তিনি দীর্ঘদিন ধরে দুরন্ত পারফরম্যান্স করে আসছেন। এই বছর হার্দিক পান্ডিয়া আবার মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় গিল গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে এখনও পর্যন্ত গুজরাট ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে এখন পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে আছে। অন্যদিকে শুভমান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাবেন কিনা এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

এবার শুভমান গিল এই বিষয়ে বলতে গিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করি এবং সেইভাবে খেলি তাহলে আমি গুজরাট টাইটানস এবং নিজের প্রতি অন্যায় করব। গত মরসুমে আমি প্রায় ৯০০ রান করেছি। যদি আমাকে নিয়ে ভাবনাচিন্তা হয় তাহলে বাছাই করা হবে।” উল্লেখ্য ২০২৩ আইপিএলে শুভমান ১৭ ম্যাচে মোট ৮৯০ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।

তবে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ওপেনার হিসাবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অনেকেই যশস্বী জয়সওয়ালকে এগিয়ে রাখছেন। এছাড়াও বিসিসিআই রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকেও ওপেনিং করানো নিয়েও ভাবনাচিন্তা করছে। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলি ওপেনিং করে বর্তমানে দুরন্ত ফর্মে আছেন। চলমান আইপিএলে তিনি এখনও পর্যন্ত ৯ ম্যাচে মোট ৪৩০ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন।