Vivo X100 সিরিজ কিনতে হুড়োহুড়ি, প্রথম দিনেই ফোন বেচে রেকর্ড আয় সংস্থার

Vivo X100 সিরিজ সম্প্রতি কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ হিসেবে চীনা বাজারে লঞ্চ করা হয়েছে। এই সিরিজটি বেস Vivo X100 এবং X100 Pro মডেল নিয়ে গঠিত। লঞ্চের পরেই ডিভাইসগুলি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি সেলের প্রথম দিনেই, হোম মার্কেটে Vivo X100 লাইনআপের বিক্রির পরিসংখ্যান নতুন রেকর্ড গড়েছে।

Vivo X100 সিরিজের বিক্রি প্রথম দিনেই ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

চীনা ব্র্যান্ডটি গত সপ্তাহেই তাদের বহুল প্রত্যাশিত ভিভো এক্স১০০ লাইনআপটি উন্মোচন করেছে। একটি পোস্টার প্রকাশ করে এখন ভিভোর তরফে জানানো হয়েছে যে এক্স১০০ সিরিজের প্রথম সেল যথেষ্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছরের এক্স৯০ সিরিজ, এমনকি অন্য যে কোনো ভিভো ফোনকে পরাজিত করে ভিভো এক্স১০০ লাইনআপ সমস্ত চ্যানেলে প্রথম সেলে ১ বিলিয়ন ইউয়ান (প্রায় ১,১৬৪ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। এটি স্পষ্টভাবেই চীনা বাজারে ভিভো ফ্ল্যাগশিপের অসাধারণ সাফল্যের বার্তা বহন করে।

জানিয়ে রাখি, ভিভো এক্স১০০-এর প্রারম্ভিক মূল্য ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৫৬০ টাকা), যেখানে এক্স১০০ প্রো-এর দাম শুরু হচ্ছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৯,১০০ টাকা) থেকে। এই ডিভাইসগুলি শীর্ষ স্তরের স্পেসিফিকেশন এবং ফিচার অফার করে। দুটি ডিভাইসের সামনে ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এগুলি MediaTek Dimensity 9300 প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

এছাড়া, এই ফোনগুলির অন্যতম আকর্ষণ হল ক্যামেরা সেটআপ। বেস মডেলে ৫০ মেগাপিক্সেলের ভিসিএস (VCS) বায়োনিক প্রাইমারি ক্যামেরা অফার করে, যা ৬৪ মেগাপিক্সেলের জেইস (Zeiss) টেলিফটো সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। অন্যদিকে, Vivo X100 Pro মডেলটি ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ ভিসিএস প্রাথমিক সেন্সর সহ এসেছে, যা ৫০ মেগাপিক্সেলের জেইস এপিও টেলিফোটো সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত।