1500 টাকার কমে স্মার্টওয়াচ খোঁজ করছেন? Boult Audio Drift Plus আপনার জন্য বাজারে এল

Avatar

Published on:

Boult Audio Drift Plus Launched India

Boult Audio, ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন স্মার্টওয়াচ, Drift Plus। সাশ্রয়ী মূল্যের এই স্মার্ট ঘড়িতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, একাধিক হেলথ মনিটর এবং স্পোর্টস মোড। ফলে এটি বাজার চলতি অন্যান্য নামিদামি কোম্পানির স্মার্টওয়াচের সাথে রীতিমতো পাল্লা দিতে প্রস্তুত। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Audio Drift Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult Audio Drift Plus এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ড অডিও ড্রিফট প্লাস এর দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। এটি ট্যান, আইসি ব্লু, জেড ব্ল্যাক, কফি, ডেনিম ব্লু এবং স্নো লেদার কালার অপশনে পাওয়া যাবে। উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Boult Audio Drift Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

বোল্ড অডিও ড্রিফট প্লাস স্মার্টওয়াচটি জিংক অ্যালোয় ফ্রেম এবং ফিজিক্যাল বাটন সহ বর্গাকার ডায়ালের সাথে এসেছে। এর এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লের পরিমাপ ১.৮৫ ইঞ্চি এবং এটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং মেনস্ট্রুয়াল সাইকেল মনিটর উপলব্ধ। সেই সঙ্গে এতে থাকছে সিডেনটারি এবং হাইড্রেশন রিমাইন্ডার। শুধু তাই নয়, ওয়্যারেবলটিতে পাওয়া যাবে ১০০টি স্পোর্টস মোডের সুবিধা।

তবে স্মার্টওয়াচটির নজরকাড়া বৈশিষ্ট্য হলো এর ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ঘড়িতে বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন বর্তমান।

এবার আসা যাক Boult Audio Drift Plus স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি সাতদিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি এর অন্যান্য ফিচারগুলি হল মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট, নোটিফিকেশন, ফাইন্ড মাই ফোন ইত্যাদি। তাছাড়া এতে রয়েছে বিল্ট -ইন মিনি গেম।

সঙ্গে থাকুন ➥