Homeস্মার্টওয়াচগোলাকার ডায়ালের pTron Force X11P স্মার্টওয়াচ ও দীর্ঘ ব্যাটারি র BassBuds Perl...

গোলাকার ডায়ালের pTron Force X11P স্মার্টওয়াচ ও দীর্ঘ ব্যাটারি র BassBuds Perl ইয়ারফোন লঞ্চ হল

ভারতীয় বাজারে পিট্রন ফোর্স এক্স১১পি স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা এবং বেসবাডস পার্ল ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৭৯৯ টাকা

দেশীয় সংস্থা pTron ভারতে লঞ্চ করল তাদের নতুন দুটি স্মার্ট ডিভাইস। এগুলি হল Force X11P স্মার্টওয়াচ এবং BassBuds Perl ইয়ারফোন। নতুন এই দুটি ডিভাইসই বাজেট রেঞ্জে এসেছে। তবে এগুলিতে রয়েছে উন্নত মানের ফিচার। এর মধ্যে নতুন স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে এবং ইয়ারফোনটিতে ইএনসি ফিচার উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন pTron Force X11P স্মার্টওয়াচ এবং BassBuds Perl ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

pTron Force X11P ও BassBuds Perl এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন ফোর্স এক্স১১পি স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা এবং বেসবাডস পার্ল ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৭৯৯ টাকা। সংস্থার দুটি ডিভাইসই আগামী ৮ ডিসেম্বর থেকে এই কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে।

pTron Force X11P ও BassBuds Perl এর ফিচার ও স্পেসিফিকেশন

নতুন পিট্রন ফোর্স এক্স১১পি স্মার্টওয়াচটি জিঙ্ক অ্যালোয় মেটাল ফ্রেমের তৈরি গোলাকৃতি ডায়াল এবং ১.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি রেজোলিউশন অফার করবে। তাছাড়া এর ডান ধারে রয়েছে দুটি বটন। শুধু তাই নয়, ঘড়িটিতে ১০০টি ওয়াচফেস এবং রেস টু ওয়েক ফাংশন সাপোর্ট করবে।

অন্যদিকে, ফিটনেস ফিচার হিসাবে এতে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর এবং স্লিপ ট্র্যাকার। তাছাড়া স্মার্টওয়াচটিতে সিডেন্টারি রিমাইন্ডার এবং ৭টি স্পোর্টস মোড উপলব্ধ। সেই সঙ্গে ওয়্যারেবলটিতে স্টেপ, ক্যালরি এবং ডিসট্যান্স ট্র্যাক করতে পারবে।

তদুপরি ব্লুটুথ কলিং সমর্থনকারী pTron Force X11P স্মার্টওয়াচে থাকছে মাইক্রোফোন, স্পিকার এবং কুইক ডায়াল প্যাড। এছাড়া ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হল রিমোট ক্যামেরা কন্ট্রোল, মিউজিক প্লে ব্যাক কন্ট্রোল, বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যালার্ম, ডিএনডি মোড এবং স্মার্ট নোটিফিকেশন। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য Force X11P স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ২৬০ এমএইচ ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে ৫ দিন এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে ৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।

এবার আলোচনা করা যাক পিট্রন বেসবাডস পার্ল ইয়ারবাডের প্রসঙ্গে। ইন ইয়ার স্টেম লাইক ডিজাইনে আসা নতুন এই ইয়ারফোনটির স্টেমে স্পর্শ করে বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া এর চার্জিং কেসটি পেবল শেপের এবং এর ওপরে একটি এলইডি ব্যাটারি ইন্ডিকেটর বর্তমান।

আবার নতুন এই ইয়ারফোনে দেওয়া হয়েছে ১৩ এমএম ড্রাইভার ইউনিট এবং ডুয়াল এইচডি মাইক। শুধু তাই নয়, এতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ।। সেই সঙ্গে এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে থাকছে মিউজিক এবং মুভি মোড। তদুপরি অডিও ডিভাইসটি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে এবং একবার চার্জে Ptron BassBuds Perl ইয়ারফোনের ব্যাটারি ২৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

RELATED ARTICLES

Most Popular