লকডাউনের মধ্যেও রেকর্ড গাড়ি বিক্রি, সর্বোচ্চ আয় করল TVS Motor

অর্থনৈতিক মন্দার বাজারেও সর্বকালের সর্বাধিক রাজস্বের কথা ঘোষণা করলো ভারতের অন্যতম টু হুইলার প্রস্তুতকারী সংস্থা TVS Motor। এখনো পর্যন্ত এই আয়ের পরিমাণ সংস্থাটির কাছে রেকর্ড বলেই জানা গেছে। ২০২১-২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৫,৬১৯ কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি, যা গত বছরের তুলনায় ২২% বেশি। গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটির রাজস্বের পরিমাণ ছিল ৪,৬০৫ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে TVS-এর মুনাফা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এবছরে সংস্থাটির EBITDA-এর পরিমাণ ৫৬৩ কোটি টাকা, গত বছর যে সংখ্যাটি ছিল ৪৩০ কোটি টাকা।

আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে প্রতিকূলতা, সেমিকন্ডাক্টরের ঘাটতি, কাঁচামালের মূল্যবৃদ্ধি – এই সবকিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও সংস্থাটি নিজের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। তৃতীয় প্রান্তিকে মোট ৮.৭০ লক্ষ ইউনিট টু-হুইলার বিক্রি করতে সক্ষম হয়েছে টিভিএস। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে যা ছিল ৮.৩৪ লক্ষ ইউনিট। ফলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে সংস্থার বিক্রি বাড়ার ফলেই এই বৃহৎ পরিমাণ মুনাফা ঘরে তুলেতে পেরেছে টিভিএস মোটর।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবছরের তৃতীয় প্রান্তিকে রপ্তানির সংখ্যাতেও ব্যাপক বৃদ্ধি ঘটেছে, যার শতকরা হার ৪৬%। পাশাপাশি সংস্থাটির রেজিস্টার্ড মোটরসাইকেল বিক্রির সংখ্যাতেও অনেকটাই তারতম্য নজরে এসেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেষে বাইক বিক্রির সংখ্যা ৪.৩৯ লক্ষ ইউনিট, গত বছরে এই সময় যে সংখ্যাটি ছিল ৩.৬৬ লক্ষ ইউনিট। তবে স্কুটারের বিক্রিতে এ বছরের তুলনায় গতবছরের সংখ্যাটি ছিল সামান্য বেশি। এ বছরের তৃতীয় প্রান্তিকে স্কুটার বিক্রির সংখ্যাটি ২.৬৬ লক্ষ ইউনিট, গত বছর যা ছিল ২.৭০ লক্ষ ইউনিট।

সংস্থার তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবছরের অর্ধবর্ষ পর্যন্ত দু’চাকার গাড়ি বিক্রির সংখ্যা ১৪.৮৮ লক্ষ ইউনিট এবং এই সংখ্যাটি গত বছর ছিল ১০.৯০ লক্ষ ইউনিট। গত বছর এই সময়ে TVS-এর রাজস্বের পরিমাণ ছিল ৬,০৩৭ কোটি এবং এ বছরের সেই সংখ্যাটিই বেড়ে দাঁড়িয়েছে ৯,৫৫৪ কোটি টাকায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন