TechGupSportEURO 2024: ইউরো ২০২৪ এ জার্মানির‌ জমজমাট সূচনা, স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সংগ্রহ প্রথম পয়েন্ট

EURO 2024: ইউরো ২০২৪ এ জার্মানির‌ জমজমাট সূচনা, স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সংগ্রহ প্রথম পয়েন্ট

ফ্লোরিয়ান ভির্টজ (Florian Wirtz) ও জামাল মুসিয়ালার (Jamal Musiala) গোলে স্কটল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের (UEFA EURO 2024) মিশন শুরু করেছে জার্মানি। ১০ মিনিটে জার্মানির হয়ে প্রথম গোল করেন ভির্টজ এবং ১৯ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন মুসিয়ালা।

প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে বিরতিতে জার্মানিকে ৩-০ গোলে এগিয়ে দেন কাই হাভার্টজ। ডিফেন্ডার রায়ান পোর্তিয়াসের ভুলের কারণে এই পেনাল্টি পায় জার্মানি, যাকে রেফারি পরে লাল কার্ড দেখান। যে কারণে দ্বিতীয়ার্ধে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছিল স্কটল্যান্ডকে।

বিরতির পর ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় নিকোলাস ফুলক্রুগ এবং ইনজুরি টাইমে এমরে কেইন গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন। ৮৭ মিনিটে আন্তোনিও রডিগারের আত্মঘাতী গোলে খাতা খোলে স্কটল্যান্ড।

ম্যাচ জিতে জার্মান অধিনায়ক ইলকাই গুন্ডোগান (Ilkay Gundogan) বলেন, ‘আমরা আসলে এমন শুরু চেয়েছিলাম। ম্যাচের আগেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা দর্শকদের কাছ থেকে প্রচুর সমর্থন পাচ্ছিলাম এবং আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে পারফর্ম করেছি।”

RELATED ARTICLES

Top Stories