চলতি আইপিএলেই বেতন‌ বৃদ্ধি রিঙ্কুর, আর ৫৫ লাখ নয়, কোটিতে খেলবেন KKR ফিনিশার

Avatar

Published on:

Rinku Singh got ipl salary hike now he will get INR 1 crore from Kolkata knight riders instead of 55 lakhs

বর্তমান দিনে আইপিএলের (IPL 2024) এক ভরসাযোগ্য ফিনিশার হলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) রিঙ্কু সিং (Rinku Singh)। গত মরশুমে ব্যাট হাতে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। এমন কি ভারতীয় জার্সিতেও নিজেকে ফিনিশার হিসাবে প্রমাণ করেছেন তিনি। কেকেআরের পাশাপাশি বর্তমান দিনে ভারতীয় দলেরও ফিনিশারের দায়িত্ব পালন করছেন তিনি।

গতবছর আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঁচ ছক্কা মেরে রিঙ্কু সকলের লাইমলাইটে এলেও, তার আইপিএলের বেতন ৫৫ লক্ষ টাকাই ছিল। কারণ, আইপিএল নিলামে যে খেলোয়াড় যে দামে বিক্রি হন, সেই টাকায় উপার্জন করেন তারা। এছাড়াও বিভিন্ন দিক থেকে উপার্জন রয়েছে তাদের। তাই এবারও আইপিএল নিলামের আগে কেকেআর যখন রিঙ্কুকে রিটেন করেছিল, তখন অনেকেই বলেছিলেন, রিঙ্কুর প্রাপ্য ৫৫ লক্ষ টাকার বেশি টাকা পাওয়া।

সম্প্রতি আইপিএলের মাঝপথেই এক রিপোর্ট অনুযায়ী, রিঙ্কুর বেতনের কথা জানা গেছে। এতদিন কেকেআরের নতুন ফিনিশার রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন ছিল ৫৫ লক্ষ টাকা। গতবছর আইপিএলের সময় থেকে রিঙ্কুর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন। ঠিক কি কারণে কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন এত কম! এই নিয়ে বিভিন্ন চর্চাও চলছিল ক্রিকেট মহলে।

এবার আইপিএলের মাঝপথেই রিঙ্কু সিং এবং তার প্রতি সরব ভক্তদের জন্য উঠে এল সুখবর। আর ৫৫ লক্ষ টাকায় সীমাবদ্ধ নেই রিঙ্কুর আইপিএল বেতন। এবছর থেকে আইপিএল খেলে ১ কোটি টাকা বেতন পাবেন তরুণ ব্যাটার। সম্প্রতি বিসিসিআই (BCCI) কয়েকজন ভারতীয় ক্রিকেটারের আইপিএল বেতন বাড়িয়েছে। সেই তালিকায় শুধুমাত্র রিঙ্কু সিংই নন, রয়েছেন আরও কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার যেমন, রজত পতিদার, সাই সুদর্শন ও জিতেশ শর্মা। তাদের বেতনও ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥