এত সস্তা ভেবেছিলেন? লঞ্চের আগেই OnePlus Pad Go ট্যাবের দাম এবং অফার ফাঁস

Avatar

Published on:

OnePlus Pad Go Price Leaked

ওয়ানপ্লাস আজ ভারতে তাদের দ্বিতীয় ট্যাবলেট, OnePlus Pad Go লঞ্চ করতে চলেছে৷ এটি শাওমি (Xiaomi), রিয়েলমি (Realme), মোটোরোলা (Motorola), লেনোভো (Lenovo)-এর মতো ব্র্যান্ডের ট্যাবকে টেক্কা দেবে বলে আশা করা হচ্ছে৷ ব্র্যান্ডটি ক্রেতাদের আকৃষ্ট করতে OnePlus Pad Go-এর স্পেসিফিকেশন এবং ফিচার্স টিজ করছে। আর এখন, লঞ্চের আগে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে ট্যাবটির দাম, অফার, এবং অর্ডার ও সেলের তারিখ ফাঁস হয়ে গিয়েছে।

প্রকাশ্যে এল OnePlus Pad Go-এর প্রারম্ভিক মূল্য এবং উপলব্ধতা

টিপস্টার ইশান আগরওয়াল শেয়ার করা অ্যামাজনের পোস্ট থেকে জানা গিয়েছে যে, আসন্ন ট্যাবলেটটি বেস ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা থেকে শুরু হবে। যা ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে। ওয়ানপ্লাস প্যাড গো-এর প্রি-অর্ডার প্রক্রিয়া আগামী ১২ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হবে এবং প্রি-বুক করা গ্রাহকরা ১,৩৯৯ টাকা দামের একটি ফ্রি ফোলিও কভারও পেতে পারেন। ট্যাবলেটটি আগামী ২০ অক্টোবর দুপুর ১২ টা থেকে ওপেন বিক্রয়ের জন্য উপলব্ধ হবে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ওয়ানপ্লাস প্যাড গো-এ ১১.৩৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ২.৪কে পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন এবং ৭:৫ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এতে বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ ডুয়েল-টোন ফিনিশের ব্যাক প্যানেল ডিজাইন রয়েছে। ট্যাবলেটটি ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা কোয়াড স্পিকার সহ আসবে বলে জানা গেছে।

এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Pad Go-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। ট্যাবলেটটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। তবে, ব্র্যান্ড লঞ্চের সময় ট্যাবের আরও কনফিগারেশন বাজারে আনে কিনা, তাই এখন দেখার। OnePlus Pad Go ডায়নামিক এলটিই (LTE) কানেক্টিভিটি এবং ৫জি সেলুলার ডেটা শেয়ারিং-এর সঙ্গে দ্রুততর ইন্টারনেট অফার করবে।

সঙ্গে থাকুন ➥