Sony আনলো ওয়্যারলেস মাইক্রোফোন ECM-W2BT এবং ল্যাভালিয়ার মাইক্রোফোন ECM-LV1

আধুনিক সময়ে প্রযুক্তির ওপর নির্ভরশীলতা এতই বেড়েছে যে, অদূর ভবিষ্যতে ভিজুয়াল মিডিয়াই হয়তো একমাত্র জনসংযোগকারী মাধ্যম হয়ে উঠতে পারে। কিন্তু ভিজুয়াল মিডিয়ায় নিখুঁত ভাবে কাজ করা ততটাও ছেলেখেলা নয়, এর জন্য অবশ্যই প্রয়োজন পড়ে গুরুত্বপূর্ণ কিছু গ্যাজেট যেমন ক্যামেরা, মাইক্রোফোন কিংবা ভালো স্পেসিফিকেশনের কম্পিউটার (এডিটিংয়ের জন্য) ইত্যাদি। এই কারণে এই ধরনের ডিভাইসগুলির জনপ্রিয়তা বাড়ছে। আর তাই জাপানের অন্যতম সেরা অডিও প্রোডাক্ট নির্মাণকারী কোম্পানি Sony গতকাল ভারতে লঞ্চ করল দু’টি নতুন মাইক্রোফোন- একটি হল ECM-W2BT মাল্টি ইন্টারফেস সু কম্পাটিবেল্ ওয়্যারলেস মাইক্রোফোন (Multi Interface Shoe compatible wireless microphone), যার দাম ১৬,৯৯০ টাকা এবং অন্যটি হল ECM-LV1 কমপ্যাক্ট স্টেরিও ল্যাভালিয়ার মাইক্রোফোন (Compact stereo lavalier microphone), যার দাম ২,০৯০ টাকা। এই মাইক্রোফোনদুটি দেশের সমস্ত সনি সেন্টার, আলফা ফ্যাগশিপ স্টোর, www.ShopatSC.com পোর্টাল এবং বিভিন্ন বৃহত্তর ইলেকট্রনিক্স স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে।

ECM-W2BT ওয়্যারলেস মাইক্রোফোনটিতে উপযুক্ত ডিজিটাল অডিও ইন্টারফেস- ‘মাল্টি ইন্টারফেস সু’ (Multi Interface Shoe) থাকার কারণে মাইক্রোফোনটি রিসিভারের সঙ্গে ক্যামেরাকে কানেক্ট করে লো-নয়েজ ডিজিটাল সাউন্ড রেকর্ড করতে সক্ষম। রিসিভারের থেকে নির্গত এই ডিজিটাল অডিও সিগন্যাল আউটপুট সরাসরি ক্যামেরার দ্বারা রেকর্ড হয়ে যায় কোনো অডিও কেবল ছাড়াই। এছাড়াও এটিতে আছে একটি ৩.৫ এমএম (mm) মিনি-জ্যাক, যেটি স্টেরিও সাউন্ড ইনপুট সাপোর্ট করে।

দীর্ঘক্ষণ ধরে রেকর্ড করার জন্য, ক্যামেরার মাল্টি ইন্টারফেস সু (Multi Interface Shoe) ব্যাটারিকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সহায়তা প্রদান করে যার ফলে রিসিভারটি ৯ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। পাশাপাশি, ECM-W2BT মাইক্রোফোনটিতে আছে একটি লিঙ্ক ল্যাম্প (Link Lamp), যেটি ব্যবহারকারীকে মাইক্রোফোন ও রিসিভারের মধ্যেকার সংযোগকে নির্দেশ করে। এছাড়াও আছে একটি পাওয়ার ল্যাম্প (Power Lamp) যার মাধ্যমে ব্যাটারীতে কতটা চার্জ আছে তা বোঝা যায়। এই ওয়্যারলেস মাইক্রোফোনটির সাউন্ড রেকর্ডিং ফাংশানগুলি বিভিন্ন রকম সৃজনশীল স্বাধীনতা অফার করে।

অন্যদিকে, ECM-LV1 হ’ল একটি বহুমুখী ল্যাভালিয়ার মাইক্রোফোন যা স্ট্রেস-মুক্ত রেকর্ডিংয়ের জন্য ডিজিটাল অডিও ইন্টারফেসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি বাতাসের শব্দ এবং স্পিকারের শ্বাস প্রশ্বাসের শব্দ, উভয়ের প্রভাব হ্রাস করার জন্য ডিজাইন করা একটি উইন্ডস্ক্রিন সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন