ভারতে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে Realmi 12 Pro Plus 5G ও Realme 12 Pro 5G, বিক্রি ছাড়ালো দেড় লক্ষ

রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের স্মার্টফোনগুলি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করে। আর প্রো প্লাস ভ্যারিয়েন্টে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে

ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme। সংস্থাটির সদ্য লঞ্চ করা Realme 12 Pro 5G সিরিজের ফোনগুলি ইতিমধ্যেই ভারতে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা সেগমেন্টে ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে। প্রথম সেলেই এই সিরিজের ১,৫০,০০০-এরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। উল্লেখ্য, রিয়েলমির নয়া সিরিজের অধীনে Realmi 12 Pro Plus 5G এবং Realme 12 Pro 5G ডিভাইস দুটি এসেছে।

এরমধ্যে বেস মডেলের প্রারম্ভিক মূল্য ২৫,৯৯৯ টাকা এবং প্রো প্লাস মডেলের প্রারম্ভিক মূল্য ২৯,৯৯৯ টাকা। আর এই ডিভাইসগুলি ৩২ মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং শক্তিশালী প্রসেসর সহ আরো একাধিক দুর্দান্ত ফিচার অফার করে।

Realmi 12 Pro 5G সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের স্মার্টফোনগুলি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করে। আর প্রো প্লাস ভ্যারিয়েন্টে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য রিয়েলমি প্রো প্লাস ডিভাইসে অ্যাড্রিনো ৭১০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দেওয়া হয়েছে। পাশাপাশি এর বেস ভ্যারিয়েন্টে আছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এই দুটি ডিভাইসই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে রান করে।

এদিকে Realmi 12 Pro Plus 5G এবং Realme 12 Pro 5G উভয় মডেলে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশনশন ১০৮০×২৪০০ পিক্সেল। এই ওএলইডি ডিসপ্লে আবার ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়াও, এই ফোন দুটির ডিসপ্লে সর্বোচ্চ ৮০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতাও অফার করে।

ক্যামেরার কথা বললে এই সিরিজের প্লাস ভ্যারিয়েন্টে এলইডি ফ্ল্যাশলাইট সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। আর সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে এর বেস ভ্যারিয়েন্টে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারির লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। উভয় ফোনই ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। আইপি৬৫ রেটিং প্রাপ্ত এই ডিভাইসগুলি ডলবি অডিও সহ হাই-রেস ডুয়েল স্পিকারও অফার করে।