নতুন স্মার্টওয়াচ, ব্যান্ড, এবং ইয়ারবাডস নিয়ে হাজির হচ্ছে Xiaomi, এই তারিখে লঞ্চ

আগামী ২৭ ডিসেম্বর রেডমি (Redmi) তাদের হোম মার্কেট চীনে একটি কনফারেন্সের আয়োজন করেছে। ব্র্যান্ডটি এই ইভেন্টেই তাদের পরবর্তী বড় লঞ্চটি করবে বলে শোনা যাচ্ছে এবং এটিকে বছরের সবচেয়ে বড় ইভেন্টগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ রেডমির তরফে ঘোষণা করা হয়েছে যে, Redmi K60 সিরিজ এবং Redmi Note 12 Pro Speed ​​Edition সহ একাধিক প্রোডাক্ট এই সময় লঞ্চ হবে। ব্র্যান্ডটি সম্প্রতি একটি টিজারে Note 12 Pro Speed ​​Edition-এর সাথে আরও কিছু “সারপ্রাইজ” নিয়ে আসবে বলে জানিয়েছিল। আর এখন কোম্পানি সেই সারপ্রাইজ লঞ্চের তথ্য প্রকাশ করছে। আগামী ২৭ তারিখ আর কোন কোন নতুন রেডমি ডিভাইস লঞ্চ হতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi তাদের একাধিক নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে চলতি মাসেই

রেডমির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি নতুন টিজারে রেডমি ওয়াচ ৩, রেডমি ব্যান্ড ২ এবং রেডমি বাডস ৪ লাইট – এই তিনটি ডিভাইসকে টিজ করা হয়েছে। আর আগামী ২৭ ডিসেম্বর, রেডমির ২০২৩ নববর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কে৬০ স্মার্টফোন সিরিজের সাথে এই সমস্ত প্রোডাক্টগুলিও ওই সময় চীনে পা রাখতে পারে। ইভেন্টে আরও ডিভাইসও লঞ্চ হতে পারে এবং এখনও পর্যন্ত পাঁচটি ভিন্ন লঞ্চ ইতিমধ্যেই কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, সদ্য প্রকাশিত টিজারে তিনটি ডিভাইসের নান্দনিকতা এবং ডিজাইন প্রদর্শন করা হয়েছে। টিজার অনুযায়ী, রেডমি ওয়াচ ৩-এর ডানদিকে একটি পাওয়ার বা কন্ট্রোলার বাটন অবস্থান করবে, এতে একটি সবুজ স্ট্র্যাপ এবং ফ্ল্যাট ফ্রেমও থাকবে। জানিয়ে রাখি, রেডমি ব্যান্ড ২ এবং সম্প্রতি লঞ্চ হওয়া শাওমি ব্যান্ডের চেহারা একই রকম এবং উভয়েই একটি ফ্লেশ কালার স্ট্র্যাপ রয়েছে। এর পরেই রয়েছে রেডমি বাডস ৪ লাইট, যাতে একটি ব্ল্যাক এবং গ্রীন কালারের স্কিম সহ অভিনব ডিজাইন দেখা যাবে।

উল্লেখ্য, এমনটা আশা করা হচ্ছে না যে, এই প্রোডাক্টগুলি রেডমি দ্বারা নির্মিত বলে খুব বেশি লাভের মার্জিন নিয়ে আসবে। স্মার্টফোন সহ এই সমস্ত প্রোডাক্টগুলি বাজারে খুব সাশ্রয়ী মূল্যে লঞ্চ হবে। এই গ্যাজেটগুলির ফিচার এবং মূল্য সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি, এগুলি জানার জন্য লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।