Redmi 10 2022 আসছে MIUI 12.5 ও 128GB মেমোরির সাথে, লঞ্চের আগে দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে

Redmi 9 এর আপগ্রেড ভার্সন হিসেবে সম্প্রতি Redmi 10 সিরিজ লঞ্চ হয়েছে। এই সিরিজের Redmi 10 Prime মডেলটি ভারতে এবং Redmi 10 ভ্যারিয়েন্ট বিশ্বের অন্যান্য দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। এদিকে সংস্থা কিছু না বললেও টিপস্টারদের রিপোর্ট অনুযায়ী, Redmi 10 2022 নামে একটি ফোনের উপর কাজ শুরু করেছে শাওমি। হালে আবার Redmi 10 Prime 2022 বলেও আরেকটি হ্যান্ডসেট নিয়েও কাজ চলছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই, Redmi 10 2022-এর সঙ্গে সম্পর্কিত 21121119SG, 22011119UY, ও 21121119VL মডেল নম্বরগুলি ইউরোপের EEC, সিঙ্গাপুরের IMDA, ইন্দোনেশিয়ার TKDN এবং SDPPI, এবং TUV সার্টিফিকেশন পোর্টালে স্পট করা হয়েছে। তার মধ্যে এবার Redmi 20 2022 এর 22011119UY মডেল নম্বরযুক্ত ভ্যারিয়েন্টটি আমেরিকার FCC থেকে ছাড়পত্র লাভ করেছে বলে খবর এল।

এফসিসির লিস্টিং অনুসারে, Redmi 10 2022 ফোনের দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে – ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ। এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ প্রি-ইনস্টলড থাকবে। Redmi 10 2022 শুধুমাত্র 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

টিপস্টার ক্যাসপারের দাবি, রেডমি ১০ (২০২২)-এর ব্যাক প্যানেলে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। তার মধ্যে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল Samsung S5KJN1 বা OmniVision OV50C40 মেইন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল Sony IMX355 লেন্স, একটি ২ মেগাপিক্সেল OmniVision OV2B1B ও একটি ২ মেগাপিক্সেল GalaxyCore GC02M1B ক্যামেরা।

প্রসঙ্গত, Redmi 10 2022 চীনে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 11 4G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে৷ এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi 10 Prime 2022 মডেলেও একইরকম স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা। এটি Redmi 10 Prime 2021 এর মতো শুধুমাত্র ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে।