Realme-র 5G ফোন কিনতে বিশ্ব বাজারেও হুড়োহুড়ি, বিক্রি বাড়ল ৯৫১৯ শতাংশ

দ্রুততম বর্ধনশীল 5G অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে গ্লোবাল মার্কেটে উঠে আসছে Realme (রিয়েলমি)। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে Realme-র ফোন বিক্রি ৮৩১ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির মুখ দেখেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, সংস্থার 5G স্মার্টফোনের বিক্রি বিশ্বব্যাপী ১২১ শতাংশ বার্ষিক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ভারতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু না হলেও, Realme ব্র্যান্ডের 5G হ্যান্ডসেটগুলি এক্ষেত্রে ৯,৫১৯% ওয়াইওওয়াই (YoY) প্রবৃদ্ধির সাক্ষী থেকেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের এই রিপোর্টে বলা হয়েছে, বিপুল পরিমাণ বিক্রির কারণে Realme বিশ্বব্যাপী 5G অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে ষষ্ঠ স্থান বজায় রাখতে সক্ষম হয়েছে।

5G ফোন বিক্রিতে নিজের লক্ষ্য পূরণ করেছে Realme

এই বছরের শুরুতে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বলেছিলেন যে, ভারতের ৫জি ফোন সেগমেন্টে সেরা বিক্রেতা হওয়া তাদের লক্ষ্য। এই জন্য সংস্থাটি ১০,০০০-১৫,০০০ টাকার সেগমেন্টে ৫জি প্রযুক্তি সহ আসা ফোনের উপর বিভিন্ন অফার দিয়েছে। পাশাপাশি রিসার্চ ডিরেক্টর তরুণ পাঠকের মতে, রিয়েলমির শক্তিশালী মাল্টি-চ্যানেল কৌশল এবং প্রাইস-ব্যান্ড জুড়ে বিস্তৃত ৫জি পোর্টফোলিও তাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করেছে।

সেক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক চালু হওয়ার আগে ব্র্যান্ডটি যেভাবে নিজের শক্তি বৃদ্ধি করেছে, তার ভিত্তিতে আগামী বছর এই নেটওয়ার্ক উপলব্ধ হলে তাদের ফোনের বিক্রি আরো বাড়বে বলেই ধরে নেওয়া যায়। তবে শুধু ভারত নয়, নিজের দেশীয় বাজার চীনেও রিয়েলমির ৫জি ফোনগুলি ৮৩০ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে।

বলে রাখি, বৈশ্বিক বাজারে ৫জি স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ওপ্পো (Oppo) এবং Vivo (ভিভো) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে। এর মধ্যে চীনা ব্র্যান্ড শাওমি (Xiaomi) পৌঁছেছে চতুর্থ স্থানে। তবে বিশ্বসেরা হ্যান্ডসেট নির্মাতা স্যামসাং (Samsung) এক্ষেত্রে পঞ্চম স্থান পেয়েছে। অন্যদিকে প্রিমিয়াম ডিভাইস নির্মাতা অ্যাপল (Apple) পেয়েছে শীর্ষস্থানীয় ৫জি ফোন বিক্রেতার খেতাব।