iPhone 14: অ্যাক্সিডেন্ট হলে পরিচিতদের বার্তা পাঠাবে, গাড়ি দুর্ঘটনায় জীবন বাঁচাতে বিশেষ ফিচার নতুন আইফোনে

অধুনা স্মার্টফোনের উপর সমগ্র বিশ্বের নির্ভরতা লক্ষ্যণীয়। ঘুম ভাঙা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত, অসময়ের সঙ্গী হিসেবে আমাদের হাতে বা পকেটে সদা বিরাজমান এই স্মার্টফোন। এমনকি রাত্রে শোয়ার পর মুঠোফোনের স্ক্রিনে চোখ না রাখলে ঘুম না আসার অভ্যাস তৈরি করে ফেলেছেন অনেকেই। তা সে অ্যান্ড্রয়েড (Android) হোক বা আইফোন (iPhone), মানুষের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব অপরিসীম। তাই প্রযুক্তির দিক থেকে কয়েক ধাপ এগিয়ে থাকা iPhone-এর নির্মাতা অ্যাপেল (Apple) সম্পূর্ণ লেটেস্ট প্রযুক্তির কথা ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে তাদের নতুন iPhone 14-এ থাকছে ‘কার ক্র্যাশ ডিটেকশন’ ফিচার। যা সংস্থাটির স্মার্টফোনে এই প্রথম দেখা গেল। এই ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে চান? তবে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

iPhone 14 সিরিজ কার ক্র্যাশ ডিটেকশন সহ আসার কথা জানিয়েছে অ্যাপেল। কেবল iPhone 14-এই নয়, Apple Watch-এও এই ফিচার উপলব্ধ থাকছে। নাম শুনেই তো এতক্ষণে আন্দাজ করা ফেলেছেন যে, এটি গাড়ির দুর্ঘটনার সাথে সম্পর্কিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। দুর্ঘটনা ঘটার ১০ সেকেন্ডের মধ্যে এই আইফোন অথবা ওয়াচ পরিহিত কোনো ব্যক্তির যদি শরীরের কোনো নড়াচড়া না হয়, তবে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে সেভ করে রাখা নম্বরে ডিভাইসটি নিজে থেকেই জরুরী বার্তা প্রেরণ করবে।

গাড়ির দুর্ঘটনা ঘটলে দশ সেকেন্ড বাদে স্ক্রিনে ভেসে উঠবে বার্তা। যদি মালিক সেই বার্তায় সাড়া না দেন, তবেই সক্রিয় হয়ে উঠবে ডিভাইসের স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর ব্যবস্থাটি। অ্যাপেল দাবি করেছে, তাদের এই অত্যাধুনিক সুরক্ষাজনিত ফিচার আইফোন ১৪ সিরিজের প্রতিটি মডেলে উপলব্ধ থাকবে – iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max। এমনকি Apple Watch Series 8, Apple Watch SE ও সম্পূর্ণ নতুন Apple Watch Ultra-তেও এই সেফটি ফিচার অফার করা হবে।

টেকনোলজি জায়ান্টটি বলেছে, এই ক্র্যাশ ডিটেকশন ফিচারটি, ডিভাইসের তিনটি সক্ষমতার উপর কাজ করবে। ব্যারোমিটার কেবিনের চাপ পরিবর্তন সনাক্ত করবে, যেখানে গাড়ির গতি পরিবর্তন জিপিএস-এর মাধ্যমে জানা যাবে। অন্যদিকে মাইক্রোফোন গাড়ির দুর্ঘটনার জোরালো আওয়াজ চিনতে সক্ষম হবে। এদিকে অ্যাপেল ওয়াচে উপস্থিত শক্তিশালী জাইরোস্কোপ এবং অ্যাক্সিলারোমিটার এই কাজের দায়িত্ব সামলাবে। এছাড়াও অ্যাপেলের ডিভাইসে উপস্থিত উন্নত অ্যালগরিদম সেইমত কাজ করবে।