iTel Pad One: আমজনতার জন্য সস্তায় 10.1 ইঞ্চি স্ক্রিন ও 6,000mah ব্যাটারির ট্যাব আনল আইটেল

বাজেট রেঞ্জের স্মার্টফোন নির্মাণকারী ব্র্যান্ড আইটেল (iTel) এবার প্রবেশ করলো ট্যাবলেট সেগমেন্টে। ব্র্যান্ডটি iTel Pad One নামে তাদের প্রথম ট্যাবটি বাজারে এনেছে। এই বাজেট ট্যাবলেটটি তার দামের নিরিখে বেশ কিছু ভালো স্পেসিফিকেশন অফার করে। এতে রয়েছে এইচডি+ ডিসপ্লে, Unisoc SC9863A1 প্রসেসর, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি। iTel Pad One বাজারে বিদ্যমান Redmi Pad, Realme Pad Mini, Moto Tab G60-এর মডেলগুলির সাথে প্রতিযোগিতায় সম্মুখীন হবে। আসুন তাহলে এই নবাগত ট্যাবলেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে iTel Pad One-এর মূল্য ও লভ্যতা

আইটেল প্যাড ওয়ান এর দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। এটি ডিপ গ্রে এবং লাইট ব্লু কালারে পাওয়া যাবে। ট্যাবলেটটি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং সারা দেশে জুড়ে শীর্ষস্থানীয় অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

iTel Pad One-এর স্পেসিফিকেশন

আইটেল প্যাড ওয়ান-এ এইচডি+ রেজোলিউশন সহ ১০.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি মোটা বেজেল দ্বারা বেষ্টিত এবং ডিভাইসটিতে বক্সি ফর্ম ফ্যাক্টর সহ একটি ধাতব ইউনিবডি দেখা যায়। ডিভাইসটি ইউনিসক এসসি৯৮৬৩এ১ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।

আর অতিরিক্ত প্রয়োজনের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। সফ্টওয়্যারের ক্ষেত্রে, আইটেল প্যাড ওয়ান অ্যান্ড্রয়েড গো এডিশনে রান করে।ফটোগ্রাফির জন্য, iTel Pad One-এর রিয়ার প্যানেলে একটি বর্গাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশের সাথে যুক্ত ৫ মেগাপিক্সেলের প্রধান সেন্সর অবস্থান করছে।

সেলফির জন্য ট্যাবটির সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ডিভাইসটিতে ডুয়েল স্পিকার সেটআপ উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iTel Pad One-এ ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, এই বাজেট রেঞ্জের ট্যাবটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিলিমিটারের জ্যাক এবং ওটিজি সাপোর্ট।