মিড রেঞ্জে শাওমি লঞ্চ করলো Mi 10 Lite 5G, রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi মিড রেঞ্জে আরও একটি 5G স্মার্টফোন লঞ্চ করলো। এই ফোনের নাম Mi 10 Lite 5G। আসলে শাওমি ধীরে ধীরে মিড রেঞ্জে ৫জি ফোন এনে বাজার দখল করতে চাইছে। আমরা ৪জি স্মার্টফোনের ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষ্য করেছিলাম। শাওমি মি ১০ লাইট ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেওয়া হয়েছে। ইউরোপের মার্কেটে এই ফোনটির প্রথম সেল শুরু হবে। আশা করা যায় কোম্পানি এই ফোনকে শীঘ্রই ভারতে আনবে।

ইউরোপে এই ফোনের দাম শুরু হয়েছে ৩৪৯ ইউরো থেকে, যা ভারতীয় মুদ্রায় ২৯,০০০ টাকার সমান। এই ফোনটির তিনটি রঙে পাওয়া যাবে। এদিকে কোম্পানি মি ১০ লাইট ৫জি ছাড়াও ইউরোপে Mi 10 and Mi 10 Pro লঞ্চ করেছে। যাদের দাম শুরু হয়েছে প্রায় ৬৬,০০০ টাকা থেকে।

Mi 10 Lite 5G স্পেসিফিকেশন :

এই ফোনের স্টোরেজ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে মি ১০ লাইট ৫জি ফোনে পাবেন ৬.৫৭ ইঞ্চি এমোলেড ডিসপ্লে। এর ওয়াটারড্রপ নচ এর মাঝে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিকে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনে পাবেন স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর।

ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। যদিও অন্য তিনটি সেন্সর সম্পর্কে জানা যায়নি। এই এই ক্যামেরায় প্রো মোড সাপোর্ট করবে। মি ১০ লাইট ৫জি ফোনটি সাদা, ধূসর ও সবুজ রঙে এসেছে। আবার এতে পাবেন ২০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,১৬০ এমএএইচ ব্যাটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *