4 লাখ প্লাস্টিকের বোতল থেকে পরিবেশবান্ধব জ্যাকেট তৈরি করে তাক লাগাল Royal Enfield

অধুনা নিজের মোটরসাইকেলে সওয়ার হয়ে দূর দূরান্তে পাড়ি দেওয়ার ঘটনা দেখতে পাওয়া যায় সর্বত্র। সপ্তাহ শেষে অল্প ছুটিতেই অফ-বিট কোনো জায়গায় পাড়ি দেওয়ার জন্য দুই চাকার যানের জুড়ি মেলা ভার। তবে বাইক কিংবা স্কুটার নিয়ে একটানা চালিয়ে কয়েকশো কিলোমিটার দূরের কোথাও পাড়ি দিতে গেলে অবশ্যই প্রয়োজন সুরক্ষা কবচের। বাইক চালানোর নির্দিষ্ট জ্যাকেট, রাইডিং প্যান্ট, গ্লাভস, বিশেষ ধরনের জুতো এবং অতি অবশ্যই হেলমেট আপনার যাত্রা পথকে নির্দিষ্ট ধাপ পর্যন্ত সুরক্ষিত করতে পারে। আজকালকার দিনে বিভিন্ন দোকানে রাইডিং জ্যাকেট কিনতে পাওয়া গেলেও, রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) লোগো যুক্ত জ্যাকেটের কোয়ালিটি সবার থেকে আলাদা। এবার প্রথম ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি ইকো ফ্রেন্ডলি রাইডিং জ্যাকেট লঞ্চ করে চমকে দিল তারা।

Royal Enfield লঞ্চ করল Streetwind Eco জ্যাকেট

জ্যাকেটটির বিশেষত্ব হল সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি এটি। যার মধ্যে রয়েছে পলিস্টার সেল ফেব্রিক, রিসাইকেল করা পলিস্টার মেশ ফেব্রিক এবং নাইলন করডুরা। এমনকি প্রতিটি জ্যাকেট তৈরি করার জন্য যে সমস্ত পলিস্টার নাইলন ব্যবহার করা হয়েছে সেগুলির কাঁচামাল হিসাবে প্রায় ৭৫টি প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পরিবেশের সবচেয়ে বড় দূষণ সৃষ্টিকারী পদার্থ প্লাস্টিককে পুনরায় ব্যবহার করার এক পন্থা নিয়ে এসেছে তারা। ৪ লাখের বেশি প্লাস্টিকের বোতল রিসাইক্লিং এর মাধ্যমে ৫,৪০০টিরও বেশি এই জ্যাকেট তৈরি হয়েছে বলে দাবি সংস্থার। রয়্যাল এনফিল্ড স্ট্রিটউইন্ড ইকো জ্যাকেটের দাম শুরু হচ্ছে ৫,৯৫০ টাকা থেকে।

Royal Enfield Streetwind Eco Jacket

ভারতবর্ষের মতো গ্রীষ্মপ্রধান দেশে বছরের বেশিরভাগ সময়তেই গরমের প্রকোপ দেখতে পাওয়া যায়। এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বাইক চালানোর সময় এই জাতীয় জ্যাকেট গায়ে রাখা যথেষ্ট কষ্টকর। এই বিষয়টি মাথায় রেখেই গরমের দিনে ব্যবহার করার জন্য রয়্যাল এনফিল্ড স্ট্রিটউইন্ড ইকো রাইডিং জ্যাকেটের বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে হাওয়া চলাচলকারী জালিকা। জানা গিয়েছে এই জ্যাকেটের ৯০% অংশেই রয়েছে এমন ধরনের মেশ। স্ট্রিট উইন্ড ইকো যথেষ্ট হালকা ওজনের জ্যাকেট হওয়া সত্বেও এতে নতুন Ergo Pro Tech CE Level 2 সুরক্ষা কবজ ব্যবহার করা হয়েছে।

যেহেতু এই রাইডিং জ্যাকেটটি CE 2 প্রযুক্তির উপর তৈরি তাই প্রচন্ড গরম কিংবা ঠান্ডা অথবা বৃষ্টির দিনেও সমানভাবে তার কার্যকারিতা বজায় রাখতে পারবে। উপরন্তু এর থ্রিডি গঠন হওয়ার কারণে রাইডারের শরীরের বিভিন্ন অংশে বাইরের ঘাত প্রতিকার থেকে সুরক্ষিত করার ক্ষমতা রয়েছে। জ্যাকেটের কাঁধ এবং কনুই এর কাছে এমন ভাবে এর সুরক্ষা বর্তনীগুলো রয়েছে যা শরীরের এই সমস্ত অংশগুলিতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারবে না। এছাড়াও ডিজাইন এমনভাবে করা হয়েছে যা রাইডারের প্যান্টের সঙ্গে সঠিকভাবে সমন্বয় সাধন করতে পারবে।

রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন স্ট্রিটউইন্ড ইকো জ্যাকেটের লঞ্চ প্রসঙ্গে বলেন, “আমাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি পদক্ষেপ যথার্থভাবে নেওয়া। আমরা কেবলমাত্র পরিবেশবান্ধব প্রোডাক্ট তৈরি করাতেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের ভেন্ডার এবং যোগান-শৃঙ্খলের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মকান্ড পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রেখেই করা হয়েছে। স্টিল উইন্ড ইকো রাইডিং জ্যাকেট আমাদের এই সমস্ত অঙ্গীকারকেই ভবিষ্যতে পূর্ণতা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি করা হয়েছে।”