BSNL গ্রাহকদের জন্য দু:সংবাদ, বন্ধ হচ্ছে ৩২৯ টাকার সস্তা ব্রডব্যান্ড প্ল্যান

বিএসএনএল তার ৩২৯ টাকার এই প্ল্যানে ২০ এমবিপিএসপি স্পিড এবং ১০০০ জিবি ডেটা অফার করে

BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড এই মুহূর্তে ভারতের বৃহত্তম ফাইবার ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISPs) কোম্পানিগুলির মধ্যে একটি৷ সরকারি টেলকোটি বিভিন্ন দামের ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। আর আপনি যদি সংস্থার ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করেন, তাহলে আপনার জন্য একটি নয়া আপডেট এসেছে। আসলে BSNL আগামী ৩০ জুলাই ২০২৩-এর মধ্যে ৩২৯ টাকার এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যানটি বিভিন্ন রাজ্য থেকে সরিয়ে নিতে চলেছে বলে ঘোষণা করেছে। তারা আরো জানিয়েছে যে, সারা দেশে ডিজিটাল বিভাজন ঘটানোর জন্য তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

যদিও এটি BSNL এর বিপণন কৌশল হতে পারে। কারণ রাষ্ট্র-চালিত টেলকোটি প্রায়ই একটি নির্দিষ্ট তারিখে কোনো একটি প্ল্যান অপসারিত করার কথা বলে, কিন্তু বাস্তবে তা করে না। যদিও ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, আসাম, অন্ধ্রপ্রদেশ থেকে প্ল্যানটিকে সরানো হয়েছে। আসুন BSNL এর ৩২৯ টাকার প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যায় দেখে নেওয়া যাক।

BSNL-এর ৩২৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান

বিএসএনএল তার ৩২৯ টাকার এই প্ল্যানে ২০ এমবিপিএসপি স্পিড এবং ১০০০ জিবি ডেটা অফার করে। ১০০০ জিবি এফইউপি ( ফেয়ার ইউজেস পলিসি) ডেটা ব্যবহারের পর ব্যবহারকারীর ইন্টারনেট স্পিড ৪ এমবিপিএস-এ নেমে আসে। এছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সাথে বিনামূল্যে একটি ল্যান্ডলাইন কানেকশনও পান।

উল্লেখ্য, ল্যান্ডলাইন কানেকশনের জন্য প্রয়োজনীয় টেলিফোনটি গ্রাহককে আলাদাভাবে কিনতে হয়। আর এই প্ল্যানটি সাধারণত রাজ্যের শহরাঞ্চলের গ্রাহকদের জন্য উপলব্ধ নয়৷ এটি কেবল গ্রামীণ এলাকা বা ছোট শহরে স্বল্প আয়ের গ্রাহকদের জন্যই উপলব্ধ।