Lenovo Legion 2 Pro গেমিং ফোন আসছে সুবিশাল ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ

গেমিং ফোনকে নতুন করে সংজ্ঞায়িত করতে আগামী ৮ এপ্রিল লেনোভোর ঘরেলু মার্কেটে লঞ্চ হচ্ছে Lenovo Legion 2 Pro ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন। যদিও লঞ্চের আগেই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ও সার্টিফিকেশন সাইটের সৌজন্যে লেনোভো লিজিয়ন ২ প্রো-র বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে এবার ফোনটির ডিসপ্লে সাইজ ও কিরকম রিফ্রেশ রেট সাপোর্ট করবে তা আজ খোদ লেনোভোর পক্ষ থেকে শেয়ার করা হল।

অফিসিয়াল উইবো প্রোফাইল থেকে লেনোভো জানিয়েছে যে, লিজিয়ন ২ প্রো ৬.৯২ ইঞ্চি-র সুবিশাল Samsung AMOLED E4 ডিসপ্লে সহ আসবে। উল্লেখ্য, গত বছর লেনোভো লিজিয়ন প্রো অপেক্ষাকৃত ছোট ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হয়েছিল। লেনোভো, স্ক্রিন সাইজ বৃদ্ধি করলেও পূর্বসূরি মডেলের মতো লিজিয়ন ২ প্রো-র রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ রেখেছে৷ এর আগে Master Lu বেঞ্চমার্ক লিস্টিং থেকে জানা গিয়েছিল, এই ফোনের ডিসপ্লে ফুল-এইচডি+ রেজোলিউশন (১০৮০x২৪০০ পিক্সেল) অফার করবে৷

আবার গিকবেঞ্চ থেকে সামনে এসেছে,Lenovo Legion 2 Pro চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটে। শুধু তাই নয়, 3C সার্টিফিকেশন সাইটে লেনোভো লিজিয়ন ২ প্রো কে L70081 মডেল নম্বর সহ স্পট করা হয়েছিল। 3C লিস্টিং অনুযায়ী, এই ফোনটি LC-658 DC চার্জার সহ লঞ্চ হবে। এটি একটি ডুয়েল পোর্ট চার্জার হবে, যেখানে ৬৫ ওয়াট ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অর্থ Legion 2 Pro এর ডুয়েল ইউএসবি-সি পোর্ট সহ আসতে পারে।

এছাড়াও Lenovo Legion 2 Pro ১২ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনে আসবে বলে Master Lu বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে কয়েক সপ্তাহ আগে জানা গিয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন