ফোনে কম্পিউটারের মজা, Motorola ThinkPhone থেকে ব্যবহার করা যাবে Windows 365 ও Microsoft Teams

Lenovo ThinkPhone-এর ব্যবহারকারীরা উইন্ডোজ ৩৬৫ (Windows 365) এবং টিমস ওয়াইকি টকি (Teams Walkie Talkie) ফিচারের সুবিধা পাবেন

চলতি বছরের শুরুতে মোটোরোলা (Motorola) লঞ্চ করে Lenovo ThinkPhone স্মার্টফোন, এটি মূলত ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদেরদের জন্য ডিজাইন করা একটি প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেট। আর এখন জানা গেছে যে, মার্কিন ব্র্যান্ডটি এই ThinkPhone-এর জন্য মাইক্রোসফ্ট (Microsoft)-এর সাথে পার্টনারশিপ শুরু করছে। আর এরফলে ডিভাইসে যুক্ত হতে চলেছে দুটি নতুন বৈশিষ্ট্য। আজ্ঞে হ্যাঁ! Lenovo ThinkPhone-এর ব্যবহারকারীরা উইন্ডোজ ৩৬৫ (Windows 365) এবং টিমস ওয়াইকি টকি (Teams Walkie Talkie) ফিচারের সুবিধা পাবেন।

Lenovo ThinkPhone-এ যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক ফিচার

প্রথমেই আসা যাক উইন্ডোজ ৩৬৫-এর প্রসঙ্গে। এটি হল উইন্ডোজের একটি ক্লাউড-ভিত্তিক সংস্করণ, যা ইউজারদের যেকোনো জায়গা থেকে তাদের প্রয়োজনীয় ফাইল এবং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে দেয়। আর উইন্ডোজ ৩৬৫ এখন লেনোভো থিঙ্কফোনে উপলব্ধ। ফলে এর সাহায্যে ব্যবহারকারীরা তাদের ফোনে সরাসরি একটি সম্পূর্ণ উইন্ডোজ ক্লাউড পিসি অ্যাক্সেস করতে পারবেন।

এছাড়া, মোটোরোলা মাইক্রোসফ্ট টিম ওয়াকি টকি অ্যাপের সাথে ইন্টিগ্রেশন অন্তর্ভুক্ত করতে থিঙ্কফোনের রেড কী বাটনের ফাংশনালিটি প্রসারিত করেছে। এখন রেড কী প্রেস করলে ফোনের পুশ-টু-টক (PTT) ক্ষমতা এনাবল হবে, যাতে ব্যবহারকারীরা মাত্র একটি ক্লিকের মাধ্যমে দ্রুত কথোপকথন শুরু করতে পারে। এই নতুন ফিচারটি আগামী সপ্তাহগুলিতে উপলব্ধ হবে।

উল্লেখ্য, Motorola ThinkPhone-এর দুটি নতুন ফিচার ব্যবসায়িক গ্রাহকদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে, যা তাদের কাজের ক্ষেত্রে প্রভূত সাহায্য করবে। তবে এটি লক্ষণীয় যে, উভয় বৈশিষ্ট্যের জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট অ্যাকাউন্ট বা মেম্বারশিপ থাকা প্রয়োজন। Windows 365 সাপোর্টের জন্য Windows 365 Cloud সাবস্ক্রিপশন প্রয়োজন, আর Teams Walkie Talkie-এর জন্য শুধুমাত্র একটি ফ্রি Microsoft Teams অ্যাকাউন্টের দরকার।