ফোন খারাপ হওয়ার দুচিন্তা কমাবে Honor X9B, 2 বছর ওয়ারেন্টি সহ স্পেশাল অফার

এইচটেক (HTech) ভারতের বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটির নাম Honor X9B, যার প্রোমোশনাল টিজার ইতিমধ্যেই শেয়ার করতে শুরু করেছে সংস্থা। এই X-সিরিজের ডিভাইসটি ভারতীয় বাজারে প্রত্যাবর্তনের পর অনরের দ্বিতীয় স্মার্টফোন হবে। প্রথম ফোনটি হল Honor 90, যা দীর্ঘ তিন বছর পর গত সেপ্টেম্বর মাসে অনরকে এদেশের বাজারে এনেছে। যদিও আনুষ্ঠানিকভাবে Honor X9B-এর লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে দাবি করা হচ্ছে যে, ডিভাইসটি আগামী ৮ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে। আর এখন লঞ্চের আগে Honor X9B অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে হাজির হওয়ার ফলে বিভিন্ন বৈশিষ্ট্য সামনে এসেছে। হ্যান্ডসেটটির আকষর্ণীয় কম্বো অফারও মিলবে বলে উল্লেখ করা হয়েছে।

Honor X9B তালিকাভুক্ত হল Amazon-এর সাইটে

অনর এক্স৯বি সানরাইজ অরেঞ্জ কালার অপশনে ভারতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। অ্যামাজনের লিস্টিং প্রকাশ করেছে যে, ফোনটি অনর চয়েস ইয়ারবাড এক্স৫ই সহ ১২ মাসের স্ক্রিন ও ব্যাক কভার ওয়ারেন্টি এবং ২৪ মাসের ব্যাটারি হেল্থ গ্যারান্টি সহ একটি কম্বো অফারের সাথে পাওয়া যাবে। এছাড়াও জানা গেছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

যদিও, অনর এক্স৯বি-এর বাকি স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে। তবে মনে করা হচ্ছে যে ফোনটি তার গ্লোবাল মডেলের মতোই হতে পারে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে সহ গত অক্টোবর মাসে লঞ্চ হয়েছে৷ ফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে অ্যাড্রেনো ৭১০ জিপিইউ যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Honor X9B-এ শক্তিশালী ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে, যা একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের সাথে যুক্ত থাকবে৷ আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9B বড় ৫,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।